ডোমারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের মাঠ ইজারা দিয়ে লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লক্ষ টাকা উৎকোচ নিয়ে স্কুলের খেলার মাঠ ইজারা দেয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এনিয়ে এলাকাবাসী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সরেজমিনে যানাযায়, উপজেলার গোমনাতী ইউনিয়নের গোমনাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক ইজাবুল ইসলাম বেলাল কাউকে না জানিয়ে ম্যানেজিং কমিটির কতিপয় সদস্যকে বাগিয়ে আমবাড়ী এলাকার মিলন নামক ব্যাক্তির নিকট দোকান বরার্দ্দের নাম করে লাধিক টাকা নিয়ে খেলার মাঠ ইজারা দেয়। কথিত ইজারা গ্রহিতা মিলন স্কুল প্রাঙ্গনের গাছ কেটে গেট বন্ধ করে দেয়াল ভেঙ্গে দোকানের ভিত্তি দেয়।
বিষয়টি  অভিভাবক ও এলাকাবাসীর নজরে  এলে তারা কাজ বন্ধ করে দেয়। কাপড় ব্যাবসায়ী নাজমুল হুদা জানান, স্কুলের ছাত্র/ছাত্রীর স্বার্থ জলাঞ্জলী দিয়ে নিজের পকেট ভারি করতে বিষয়টি কাউকে না জানিয়ে  প্রধান শিক্ষক নিজের স্বার্থে একাই সিদ্ধান্ত নিয়েছেন।  এলাকাবাসী নুরননবী, কামরুজ্জামান, কালাম জানান,বিদ্যালয়ের এক শিক্ষক স্কুল ছুটি না হতেই কাশ রুমে কোচিং বাণিজ্যের মহা উৎসব শুরু করে। এসকল কোচিং বাণিজ্যের সিংহভাগ প্রধান শিক্ষক সহ বেশ কিছু সহকারী শিক্ষকের পকেটে যায়। স্কুলটিতে প্রায় ৯শত ছাত্র/ছাত্রী লেখাপড়া করছে। পর্যাপ্ত জায়গা না থাকায় টিফিনের সময়  ছাত্র/ছাত্রীদের এমনিতেই গাদাগাদী করে খেলাধুলা করতে হয়। এই সীমিত জায়গা থেকে দোকানের জন্য বরাদ্দ দেয়া কতুটুকু নৈতিক তা ভেবে দেখতে  সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি জোরদাবী জানিয়েছেন এলাকাবাসী। এবিষয়ে প্রধান শিক্ষক ইজারা গ্রহিতা মিলনের নিকট  ৫০ হাজার টাকা নেয়ার কথা স্বীকার করেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3195664008048955960

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item