নীলফামারী জেলার ডোমার উপজেলার বিভিন্ন হাটবাজারে জাল নোটের ব্যবসা

এ.আই পলাশ, চিলাহাটি ঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার বিভিন্ন হাটবাজার গুলোতে জাল টাকার ছড়াছড়ি ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। অনুসন্ধানে জানা গেছে, ডোমার উপজেলার ১০টি  ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী হাটবাজার গুলোতে ব্যাপক হারে জাল টাকা ব্যবসা চলছে। এতে করে এলাকার সাধারণ মানুষ ও কৃষকগণ তাদের উৎপাদিত ফসল ও গরুছাগল বিক্রি করতে গিয়ে এই জাল টাকা লেনদেনের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছে। বিশেষ করে ১০০ টাকা, ৫০০টাকা ও ১০০০ টাকার জাল নোটের ব্যবসা এই এলাকায় বেশি চলছে।
গত ১৮ই আগস্ট ২০১৫ইং গ্রামাঞ্চলের এক নিরহ ব্যাক্তি বিপদে পড়ে তার একটি গাভী আমবাড়ী হাটে ১৮,০০০ টাকায় বিক্রি করে বাড়ি ফেরে পরের দিন তার সাংসারিক খরচ করতে গিয়ে বাজারে দোকানদারকে ১০০০ টাকা প্রদান করলে দোকানদার সেই নোটটিকে জাল নোট হিসেবে চিহ্ণিত করে। অপরদিকে চিলাহাটির এক সচেতন ব্যাক্তি তার নিজস্ব কাজের প্রয়োজনে খরচ করতে গিয়ে তিনিও একাটি ৫০০ টাকা নোট দোকানদারকে দিলে সেই নোটটিও দোকানদার জাল নোট হিসেবে সনাক্ত করে। একটি কুচক্রী মহল এই বর্ষা মৌসূমে ডোমার উপজেলার বিভিন্ন হাটবাজারে  এই জাল নোটের ব্যবসা করছে বলে এলাকার সচেতন ব্যাক্তিদের মন্তব্য।

পুরোনো সংবাদ

নীলফামারী 1157612016359831016

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item