ডোমারে বিনা মূল্যে রক্তের গ্র“প নির্ণয় কর্মসূচি

আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী)প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে তরুন নাগরিক ঐক্য পরিষদ আয়োজিত “নেশা থেকে দুরে থাকবো, মানুষকে রক্ত দান করবো” এই শ্লোগানকে সামনে রেখে বিনা মূল্যে রক্তের গ্র“প নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১৩আগষ্ট বৃহস্পতিবার সকালে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষনা করেন। বাবু রতন রায়ের নেতৃত্বে সার্বিক সহযোগিতা করেন আব্দুল কাদের, হিউম্যান কিনিক দেবীগঞ্জ, গোলাম দাউছ, সেভেন ষ্টার কিনিক, গোল্ডেন কিনিক এন্ড ডায়াগোনোষ্টিক সেন্টার, ফ্রেন্ডস্ হাসপাতাল ও রিফাত ফার্মেসী ডোমার।   অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক এসকে সোহেলের, যুগ্ন আহবায়ক সাজ্জাদ সওদাগড়, সিনিয়র যুগ্ন আহবায়ক হাসান চৌধুরী, সমাজ সেবক গোলাম কুদ্দুস আইয়ুব প্রমূখ।
এছাড়াও সংগঠনের সদস্য অর্পণ, সন্ধি, কায়েস, রিপন, মাসুদ, লিপন, মিঠু, হৃদয়, কৌশিক উপস্থিত ছিলেন। উক্ত কর্মসূচিতে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রায় ৫শত জনের বিনা মূল্যে রক্তের গ্র“প নির্ণয় করে কার্ড প্রদান করা হয়। তরুন নাগরিক ঐক্য পরিষদ ডোমারে দির্ঘদিন ধরে নিররস ভাবে কাজ করে আসছে। তাদের এই উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। 

পুরোনো সংবাদ

নীলফামারী 7201925455175776897

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item