ডোমারে ব্র্যাক ও সাংবাদিকের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ স্কুলে যাওয়ার স্বপ্ন সত্যি হলো রাবেয়ার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
আবারো বই খাতা হাতে নিয়ে স্কুলে যাওয়ার স্বপ্ন সত্যি হলো রাবেয়ার। ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের পশ্চিম হরিনচড়া ডাক্তার পাড়া গ্রামের আব্দুল হামিদের কন্যা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর রাবেয়া খাতুন (১৪) ছোট বেলা থেকে স্বপ্ন ছিল লেখা পড়া শিখে নিজের পায়ে দাঁড়াবে।  কিন্তু কিশোরীর বয়স না পেরোতেই তার মা বিয়ে ঠিক করে বোনের ছেলে রাশেদের সাথে। গত ৫আগষ্ট ৫হাজার টাকা লেনদেন হয়। ১৮আগষ্ট রাতে বিয়ে হবে। এলাকার সচেতন ব্যাক্তি সংবাদ দেয় ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির অর্গানাই(লিগ্যাল এইড)কাজুলী আক্তারকে। তিনি তাৎনিক ভাবে সাংবাদিক আনিছুর রহমান মানিক ও রবিউল হক রতনকে সাথে নিয়ে রাবেয়ার বাড়ীতে উপস্থিত হয় কথা হয় তার বাব মায়ের সাথে। রাবেয়ার বাবার ইচ্ছা না থাকলেও মায়ের দেয়া কথাতেই বিয়ে হচ্ছে বলে জানান।
রাবেয়ার সম্মতি জানতে চাইলে সে জানান, লেখা পড়ার ইচ্ছে আছে তবে মায়ের ইচ্ছেটা বেশী । সাথেই ছেলের বাড়ীতে গিয়ে বাল্য বিয়ে দেয়া আইনগত ভাবে বে-আইনি ও অপরাধ তা বুঝিয়ে টাকা ফেরত দিবে বলে জানান। শেষে উপজেলা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সাবিহা সুলতানাকে  বিষয়টি জানালে, তিনি  সংশিষ্ট  ইউপি সদস্য ও চেয়ারম্যানকে বিয়ে বন্ধের নির্দেশ দেয় এবং তারা বিয়ে বন্ধ করতে সক্ষম হয়। ব্র্যাক ও সাংবাদিকের  সহায়তায় বাল্য বিয়ে বন্ধ হওয়ায় নতুন করে স্কুুল জীবন ফিরে পাওয়ায় অত্যান্ত খুশি রাবেয়া। এতে করে কর্তৃপকে  সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল। 

পুরোনো সংবাদ

নীলফামারী 7452379273165049396

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item