অবলোকনে সংবাদ প্রকাশের পর- পাগলাপীরে দুর্ঘটনা প্রতিরোধে বিটের দু ধারে প্লে-কার্ড

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ অবলোকনে বহু সংবাদ প্রকাশের পর অবশেষে  রংপুরের ব্যবস্ততম বানিজ্যক বন্দর পাগলাপীরে হাইওয়ে সড়কে দুর্ঘটনা প্রতিরোধে বিটের দু ধারে প্লেকার্ড স্থাপন করা হয়েছে। গত ২/৩ দিন পূর্বে সড়ক ও জনপথ বিভাগ রংপুর কতৃপ পাগলাপীর বন্দরের হাইওয়ে সড়কের মাঝ পথের বিটের দু ধারে প্লেকার্ড স্থাপন করেন। এদিকে দ্বীর্ঘদিন পর হলে অবশেষে পাগলাপীর বন্দরের রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়কে বিটের দু ধারে দুর্ঘটনা প্রতিরোধে প্লেকার্ড স্থাপন করায় প্রাণহাণী দুর্ঘটনা কমে যাওয়ার আশাংঙ্খায় স্থানীয় জনমনে বিরাজ করছে স্বস্তির নিশ্বাস। তবে পাগলাপীরের বিভিন্ন মহল দাবী করছেন দুর্ঘটনা প্রতিরোধে স্থায়ীভাবে বৈদ্যুতিক বাল্প স্থাপন করলে দুর্ঘটনা শতভাগ কমবে বলে আশাবাদ ব্যক্ত করে।
জানাগেছে পাগলাপীর বন্দরের রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়কের মাঝপথের বিটটির কারণে প্রত্যহ রাত্রী বেলায় বাস কোচ ট্রাক সহ দুরপাল্লার ভারী যানবাহন গুলি বিটের সঙ্গে ধাক্কালেগে দুঘটনার কবলে পড়ছেন। গত একযুগে বিটের সংঙ্গে ধাক্কা লেগে প্রায় ২ হাজার দুঘটনায় ১ হাজারের উর্দ্ধে বাস কোচ ট্রাক কার মাইক্র অটো সিএনজি ও মটর সাইকেল গাড়ীর ভেঙ্গে চুরমার হয়েছে এবং ১০ জন পথচারী সহ আরহী প্রাণহাণী সহ ৫ শতাধিক ড্রাইভার হেলপার ও আরহী শারীরিক অঙ্গহানী হয়ে ধুকে ধুকে মৃত্যুর প্রহর গুনছে। ইতিপূর্বে এ সংক্রান্ত প্রতিবেদন অনলাইন পত্রিকা অবলোকন সহ স্থানীয় পত্র পত্রিকায় প্রকাশিতের পর অবশেষে পাগলাপীর বন্দরে হাইওয়ে সড়কের মাঝপথের বিটের দু ধারে প্লেকার্ড স্থাপন হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 8142535364374814646

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item