পাগলাপীরে সমাজ সেবা ব্যবসায় পরিণত

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের পাগলাপীরে বিভিন্ন স্থানে সমাজসেবক নামক কাপচাটা আজ্ঞাবহ চুঙ্গী খোর সমাজসেবক নামক চাউলাতি দেওয়ানীদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় নিরীহ মানুষজন আতঙ্কিত হয়ে পড়ছেন। বিশেষ করে অঞ্চলের প্রাণকেন্দ্র পাগলাপীরের এইসব কাপচাটা আজ্ঞাবহ চুঙ্গীখোর চাউলাতি দেওয়ানীদের উৎপাত বৃদ্ধি পাওয়ায় সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। জানাগেছে পাগলাপীর সহ অঞ্চলের হরিদেবপুর মমিনপুর চন্দনপাট সদ্যপুষ্করীনি খলেয়া বেতগাড়ী বড়বিল উত্তম ইকরচালী ও হাড়িয়ারকুঠি ইউনিয়নে চুঙ্গীখোর সমাজসেবক নামক চাউলাতি দেওয়ানীদের দৌরাত্ম বেড়ে চলছে।
ভুক্তভোগী পাগলাপীর অঞ্চলবাসীরা জানান এলাকায় ধর্ষন, নির্যাতন, জমি জমা, প্রেম ভালবাসা, টাকা লেনদেন, পরক্রিয়া, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বিবাদ মারামারি সহ যে কোন ঘটনায় মামলা মোকদ্দমাকে পুজি করে এইসব দেওয়ানীরা মামলার বাদী বিবাদী উভয়ের কাছ থেকে মামলা শালিসি বৈঠকে জিতিয়ে দেওয়ার কথা বলে নিরীহ মানুষদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। অঞ্চলের তুচ্ছ তাচ্ছিল্য ঘটনাকে ইস্যু করে  বাদী কে মামলা দেওয়ার পরামর্শ দিয়ে বিভিন্ন খরচা পাতি দেখিয়ে প্রতিদিন বাদীর কাছ থেকে কৌশল অবলম্বন করে টাকা রোজগার করে সংসার চালাচ্ছেন। এই সব চাউলাতি দেওয়ানীদের অতিরিক্ত মাত্রায় উৎপাত বেড়ে যাওয়ায় অঞ্চলের সামান্য কিছু তুচ্ছ তাচ্ছিল্য ঘটনায় মামরা মোকদ্দমা অহরহ ঘটছে।  এইসব আজ্ঞাবহ চাটুকার পেট্টীটানা সুদখোর মহাজন চাউলাতি দেওয়ানীদের খপ্পড়ে পড়ে অঞ্চলের নিরীহ মানুুষজন ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এমনো অভিযোগ উঠছে এইসব দেওয়ানীরা মোটা অংকের টাকার বিনিময়ে সমাজের অন্যায় বিষয়কে  ন্যায় বলে প্রতিষ্ঠা করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 5709914321590629679

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item