পাগলাপীরে প্রতিষ্ঠান চলাকালীন সময়ে শপিং নিয়ে ব্যস্ত শিক্ষার্থীরা

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের পাগলাপীরে স্কুল কলেজ মাদ্রাসা কিন্ডার গার্টেন শিশু নিকেতন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ফাকি দিয়ে শপিং কমপ্লেক্সের কমমেটিকস সহ প্রসাধনলর দোকানে কেনাকাটা ব্যস্ত হয়ে পড়ায় পাগলাপীরের অভিভাবক মহলরা তাদের ভবিষ্যত প্রজন্ম সন্তানদের শিক্ষিত জাতি হিসেবে মানুষ গড়া নিয়ে দিশেহারা হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। ইতিপূর্বে এ সংক্রান্ত প্রতিবেদন দৈনিক যুগের আলোয় প্রকাশিত হলেও শিক্ষা প্রতিষ্ঠান গুলির কর্তৃপক্ষের টনক না পড়ায় এ নিয়ে পাগলাপীরে অভিভাবক সহ সচেতন
মহল উদ্বিগ্ন হয়ে পড়ছেন। জানাগেছে পাগলাপীর বন্দরে অবস্থান রত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন সময় ও ক্লাস ফাকি দিয়ে শিক্ষার্থীরা বিশেষ করে ছাত্রীরা স্যারদের ক্লাস ফাকি দিয়ে বই খাতা কলম পেন্সিল রাবার কেনার বাহানা করিয়ে বন্দরের বিভিন্ন শপিংকমপ্লেক্সের কমমেটিকস সহ নানা প্রসাধণীর দোকানে রুপচর্চার জন্য ব্যবহার্য্য উপকরণ স্নো পাউডার চুরি পিতা মেকআপ সেন্ড ব্যান্ড নেলপালিশ ঠোট পালিশ লিপস্টিক ভ্রুপেন ব্রা-পেন্টি আলতা মেহেদী কলপ ক্লিপ ব্যাচ সহ নানা উপকরণ কেনা কাটা করছেন। কোন কোন ছাত্রীর কেনা কাটা না করলেও বান্ধবীর কেনা কাটায় তাল মিলিয়ে দল বেধে আড্ডা মারছেন শপিং কমপ্লেক্সে। আবার কোন কোন ছাত্রী কেনা কাটার বাহানা করে বান্ধবীর সঙ্গে দল বেধে প্রেম আলাপ চালিয়ে যাচ্ছে। ফলে প্রতিষ্ঠান চলাকালীন সময়ে শিক্ষার্থীদের কেনাকাটা মনে হচ্ছে শিক্ষার্থীরা স্কুল কলেজ মাদ্রসায় আসেনি তারা কেনা কাটা করতে মেলায় কিংবা শপিং কমপ্লেক্সে এসেছে। শিক্ষার্থীদের ক্লাস ফাকি দিয়ে দল বেধে শপিং কমপ্লেক্সের প্রসাধনীর দোকানে কেনাকাটার ঘটনায় পাগলাপীরের অভিভাবক মহলরা তাদের সন্তানদের ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6465482993139109289

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item