ভূরুঙ্গামারীতে গৃহবধূ যৌতুক নির্যাতনের শিকার

হাজী মারুফ রংপুর বুরে‌্যা অফিস :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক গৃহবধূ স্বামীর যৌতুক লালসার শিকার হয়ে নিজ সন্তানকে নিয়ে বর্তমানে ঘর ছাড়া।
জানা যায়, গত ১৩ নভেম্বর ২০০৮ উপজেলার আন্ধারিঝার ইউনিয়নের খামার আন্ধারিঝার গ্রামের মনছুর আলীর মেয়ে মোর্শেদা খাতুনের সাথে পার্শ্ববর্তী বলদিয়া ইউনিয়নের আলহাজ্ব আব্দুল মজিদের পুত্র আয়নাল হক স্বপনের বিবাহ হয়।
বিয়ের পর থেকে স্বামী স্বপন স্ত্রী মোর্শেদার নিকট যৌতুক চেয়ে চাপ দিতে থাকে। বিয়ের ২ বছর পর তাদের ঘর আলোকিত করতে একটি পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু স্বামী  আয়নাল হক যৌতুকের দাবি থেকে মোটেই সরে আসেননি বরং দিন দিন নির্যাতনের পরিমাণ বাড়াতে থাকে। এমন কি মাতাল অবস্থায় গভীর রাতে বাড়ি ফিরে স্ত্রী মোর্শেদাকে নিয়মিত শারীরিক নির্যাতন করতে থাকে। একদিকে দরিদ্র পিতার যৌতুকদানে অক্ষমতা আর অন্যদিকে স্বামীর নির্যাতনে অতিষ্ট  হয়েও পল্লীবধূ  মোর্শেদা শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে স্বামীর ঘর করে যাচ্ছেন। কিন্তু মাতাল স্বামীর নির্যাতনে শেষ রক্ষা হয়নি মোর্শেদার। গত ৩০জুন’১৫ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার সময় মাতাল অবস্থায় ঘরে ফিরে স্ত্রীকে ডাকলে মোর্শেদা ঘরের দরজা খুলে দেয়। সাথে সাথে কিছু বুঝে উঠার আগেই স্বামী স্বপন মোর্শেদার মুখমন্ডলে এসিডের মতো কার্যকরী এক জাতীয় বিষাক্ত কেমিক্যাল মেখে দেয় এবং তার ব্যবহৃত মোবাইল সেট খানা নিয়ে নেয়। কেমিক্যালের জ্বালাপোড়ায় মোর্শেদা অসুস্থ হয়ে পড়লে তার মুখমন্ডলে ঘায়ের মতো ক্ষত দেখা দেয়। পাড়া প্রতিবেশীর সহায়তায় মোর্শেদা বাবার বাড়িতে অসুস্থতার খবর পাঠালে বাবা মনছুর আলী মেয়েকে দেখতে আসার পর তার সাথে চরম দুর্ব্যবহার করা হয়। অসহায় পিতা পরের দিন উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম সবুজ, আন্ধারিঝার ইউপি সদস্য বাবু মিয়া ও স্থানীয় ইউপি সদস্য সোহরাব উদ্দীনকে ঘটনা জানালে তারা স্বপনের পরিবারকে মোর্শেদার চিকিৎসার ব্যবস্থা করতে বলে। পরে উপায়ন্ত না দেখে গত বৃহস্পতিবার স্বপনের পরিবার মোর্শেদাকে চিকিৎসার জন্য ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাতে বাধ্য হয়। ভর্তির পর থেকে স্বপনের পরিবারের কেউ মোর্শেদার চিকিৎসার খোঁজ-কবর না নিয়ে পলাতক আছে। একপর্যায়ে সরকারি ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করলেও মোর্শেদার পাশে কাউকে পাওয়া যায়নি। পরে বাধ্য হয়ে শুক্রবার অসহায় বাবা মনছুর আলী কন্যা মোর্শেদাকে নিজ বাড়িতে নিয়ে যায়। সন্তান, স্বামী আর সুন্দর সংসারের প্রত্যাশায় সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে কান্ত সহজ-সরল পল্লীবধূ মোর্শেদা এখনও চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।

পুরোনো সংবাদ

রংপুর 2321821369884192988

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item