জনবল সংকটে নীলফামারীতে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম মুখথুবরে পড়েছে

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ
 জনবল সংকটে  নীলফামারী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের জননিয়ন্ত্রন সহ স্বাস্থ্য সেবার কার্যক্রম মুখথুবরে পড়েছে। ফলে মাঠ পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠী তাদের কাংখিত সেবা থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
নীলফামারীর ছয়টি উপজেলায় পরিবার পরিকল্পনা অফিসের ক্লিনিক্যাল বিভাগে মেডিকেল অফিসারের (এমসিএইচ-এফপি) ১১টি সৃষ্ট পদ থাকলেও বর্তমানে সৈয়দপুর উপজেলায় মাত্র একজন মেডিকেল অফিসার কর্মরত রয়েছেন। জনসংখ্যা নিয়ন্ত্রণসহ স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে মেডিকেল অফিসারগন স্ব-স্ব দপ্তরে বসে দাপ্তরিক কাজ এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকাদের দাপ্তরিক কার্যক্রম মনিটরিং করে থাকেন। দীর্ঘদিন এসব গুরত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত পরিবার কল্যাণ পরিদশিকা গ্রামের দরিদ্র জনগোষ্ঠীকে সেবা দিতে হিমশিম খাচ্ছে।

সম্প্রতি অবসরে যাওয়া মেডিকেল অফিসারদের মাধ্যমে জোড়াতালি দিয়ে একদিন স্থায়ী পদ্ধতি ও ইমপ্লা¬নোন পদ্ধতির সেবা প্রদানসহ অন্যান্য সেবা প্রদান করা হলেও বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের দ¤পতিরা পদ্ধতি গ্রহণের পরবর্তীতে শারীরিক সমস্যার সম্মুখীন হলেও তারা চিকিৎসক অভাবে তাদের কাংখিত সেবা পাচ্ছেন না। বছরের বিভিন্ন সময় সরকারের দেয়া সেবামূলক কর্মসূচিগুলো মেডিকেল অফিসারের অভাবে দায়সারাভাবে পালিত হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
অপর দিকে জেলা শহরে মাতৃমঙ্গল কেন্দ্রে এ্যানাসথিয়ান না থাকায় সিজার কার্যক্রম প্রায় আট মাস ধরে বন্ধ হয়ে রয়েছে। ফলে সরকারের এই বিনা মূল্যের এই সেবা থেকেও বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠি।
এ ছাড়া উপ-পরিচালক, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারসহ অনুমোদিত ৫২টি পদের ৩২টি পদ ও ফার্মাসিস্টের অনুমোদিত ৫২টি পদের ৫০টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। চিকিৎসক না হয়েও মেডিকেল অফিসারের শূন্য পদে দায়িত্ব পালন করছে স্ব-স্ব উপজেলার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ।গত ৭ বছরের অধিক সময় ধরে একজন সহকারী পরিচালক (সিসি) নীলফামারী উপ-পরিচালকের গুরুত্বপূর্ন পদটির ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপ-পরিচালক আফরোজা বেগমের সাথে বৃহস্পতিবার সকালে মুঠোফোনে কথা বলা হলে তিনি বলেন অফিসের কাজে ঢাকায় অবস্থায় করছেন। বিভিন্ন্ প্রশ্নের জবাবে জানান, প্রতিটি শুন্যপদ পুরনে মন্ত্রণালয়ে বারবার চিঠি দেয়া হয়েছে। এ ছাড়াও উপ-পরিচালকের পদে আমি গত ৭ বছর ধরে দায়িত্ব পালন করছি। অতীব গুরুত্বপুর্ন এ পদটি চালানো আমার পক্ষে দুরূহ হয়ে পড়েছে।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 8550544800709457739

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item