ডোমারে চেষ্টা করেও শিশু বিয়ে থেকে রক্ষা পেলনা আদুরী

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>> 
নীলফামারীর ডোমারে অনেক চেষ্টা করেও শিশু বিবাহ থেকে রা পেলনা আদুরী। এর জন্য ঘটক রবিউল ইসলামের পাশাপাশী কাজীকে দায়ী করেছে এলাকার সচেতন মহল। ঘটনাটি ঘটেছে, উপজেলার সোনারায় ইউনিয়নে। সোনারায় বাজার সংলগ্ন ধনী পাড়া গ্রামে। ২০ জুলাই রাতে উক্ত গ্রামের আব্দুর রহমানের কন্যা সোনারায় উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর মেধাবী ছাত্রী রহিমা খাতুন আদুরী(১৪) সাথে এলাকার আবুল হোসেনের পুত্র ঘটক রবিউল ইসলাম ষড়যন্ত্র করে তার পরিচিত লালমনির হাটের আতোয়ার রহমান(১৮) নামক এক ছেলের সাথে বিয়ে দেয়ার চেষ্টা চালায়।
সংবাদ পেয়ে সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক রমনী কান্ত রায় ও সভাপতি মাহফুজার রহমান চৌধুরী আদুরীর বাবাকে বুঝিয়ে বিয়ে বন্ধ করে দেয়। পরদিন গভীর রাতে সবার চোখকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে গোপনে এলাকার আবুল হোসেনের পুত্র ঘটক রবিউল ইসলাম অন্যত্র স্থানে আদুরীর বিয়ে দেয়। এবিষয়ে স্কুল শিক, সভাপতি ও সাংবাদিক মিলে ঘটক রবিউলকে বিয়ের দেয়ার কথা বলতে গেলে রবিউলের স্ত্রী ও রবিউল তাদের সাথে অসৎ আচরণ করে। শেষে আদুরীকে রবিউল ষড়যন্ত্র করে জোর পূর্বক বিয়ে দিয়েছে বলে  আদুরী প্রতিবেদককে জানান। এবং অল্প বয়সে বিয়ে দেয়ার কারণে স্বামীর পৌশাচিক নির্যাতনে অসুস্থ হয়ে পড়ে এবং ডোমার ডক্টরর্স কিনিক ও নাসিং হোমে ভর্তি হয়। ষড়যন্ত্র কারী প্রতারক ঘটক রবিউলের এধরণের কাজের জন্য দূষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানিয়েছেন শিক মহল।      

পুরোনো সংবাদ

নীলফামারী 2200593226802549441

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item