নীলফামারীর ১২টি বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ

আবু ফাত্তাহ কামাল পাখি,স্টাফ রিপোর্টার- নীলফামারীর ১২টি বেইলি ব্রীজ যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এরপরেও ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও।
১৯৮০'র দশকে এসব বেইলি ব্রিজ সাময়িকভাবে স্থাপন করা হয়। তখন থেকে  ব্রীজগুলোর ওপর দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে আসছে। প্রথমদিকে যানচলাচলের সংখ্যা কম থাকলেও বর্তমানে অসংখ্য ভারী যানবাহন চলাচল করছে।
ফলে, সেগুলো অত্যন্ত ঝঁকিপূর্ণ হয়ে পড়েছে। কোন-কোন ব্রীজের পাটাতন, প্লেট কিংবা রেলিং ভেঙ্গে গেছে। জেলার ১২টি ঝুঁকিপূর্ণ ব্রিজের মধ্যে রয়েছে হরতকিতলা, আউলিয়াখানা, মধুপুর, আনন্দবাবুর পুল, বাহাগিলি, দুহুলী, টেঙ্গনমারী, হাফিজিয়া, গোমনাতী, চিলাহাটি, নাউতারা ও রামগঞ্জ ব্রিজ। সড়ক বিভাগ সম্প্রতি কিছু ব্রিজে সংস্কার কাজ করার জন্যে লাল পতাকা উত্তোলন করলেও ভারী যানবাহন চলাচল থেমে নেই। কিছু-কিছু ব্রীজের উভয় পার্শ্বে সাইনবোর্ড লাগিয়ে কিংবা খুঁটি পুঁতে যাত্রী সাধারণের চলাচলে সতর্কতা জারী করেছেন সড়ক বিভাগ।
হরতকিতলার লিটন হোসেন জানান, ভারী যানবাহন ব্রীজের ওপরে উঠলেই পাটাতন সরে এবং দেবে গিয়ে দুর্ঘটনা ঘটছে। ট্রাক চালক মোহাম্মদ সোহেল জানান, পাটাতনের ফাঁকে চাকা আটকে যাওয়ার আশঙ্কা থাকলেও বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। এছাড়াও, দূর্ঘটনা এড়াতে ভারী যানবাহণকে সোজা রাস্তা এড়িয়ে ঘুরপথে চলাচল করতে হচ্ছে। 
এ ব্যাপারে নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর সিদ্দিক জানান, বেইলি ব্রীজগুলোর পরিবর্তে আরসিসি ব্রীজ নির্মাণের জন্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 6471198444461275134

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item