কিশোরগঞ্জে হাটের জায়গা দখল করে সেচ্ছাসেবক লীগের অফিস

বি পি এম জয়,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি॥
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কেল্লাবাড়ী গরু হাটের ৪ শতাংশ সরকারী জমি অফিসের নামে দখল করে নিয়েছে চাঁদাখানা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে চাঁদখানা ইউনিয়নের সেচ্ছাসেবকলীগের  নেতাকর্মীরা  অফিস করার  নাম করে গরু হাটের মাঝখানে ৪শতাংশ জমি দখল  করে নাম সর্বস্ব একটি সাইনবোর্ড ঝুুলিয়ে দেয়। এতে করে হাটের দিন গরু রাখার জায়গার সংকুলান হচ্ছেনা। কেল্লাবাড়ী  হাটের ইজারাদার ইউপি সদস্য মজিদুল ইসলাম জানান, চাঁদখানা ইউনিয়নের সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা গত বছরে রাতের অন্ধকারে ভাঙ্গাচুড়া একটি চার চালা টিনের ঘর স্থাপন করে। এবং সেখানে সেচ্ছাসেবকলীগের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।  চাঁদখানা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী  জানান, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাইনবোর্ড সর্বস্ব অফিস ঘরটি সরানোর জন্য কয়েকবার বলেছি কিন্তু তারা সরায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমমানের সাথে কথথা বললে তিনি জানান, সেচ্ছাসেবকলেিগর নেতা কর্মীদের সাথে আলোচনা করে ঘরটি সরােেনার ব্যবস্থা করা  হবে। চাঁদখানা ইউনিয়ন সেচ্্ছাসেবকলীগের  সাধারণ  সম্পাদক করুনা কান্তী রাায় জানান, আমরা সরকারী জমিতে অফিস করেছি। কারো পৈত্রিক জমি তো দখল করিনি। সরকার যেদিন সরাতে বলবে সেদিন সরাবো। 

পুরোনো সংবাদ

নীলফামারী 7192419274684193052

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item