সোয়ান গার্মেন্টস শ্রমিকদের বেতনের দাবিতে সৈয়দপুরে সংহতি ও মানববন্ধন

মো. জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
রাজধানী ঢাকার সোয়ান গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাসসহ ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে সৈয়দপুরে সংহতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রবিবার সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের প্রেসকাব চত্বরে ওই কর্মসূচি পালিত হয়। সৈয়দপুর ওয়ার্কার্স পার্টি ও ছাত্র মৈত্রীর নেতাকর্মীরা সোয়ান গার্মেন্টস এর শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন সৈয়দপুর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মাহবুব আলম মাস্টার, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তোফাজ্জল হোসেন ও ছাত্র মৈত্রীর সহ সাধারণ সম্পাদক আনিস সরদার প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব দুঃখী মানুষের বন্ধ হওয়ার কথা বলেন। গরীব-দুঃখী মানুষদের পাশে থাকার জন্য সব এমপি মন্ত্রীদেরও নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি বক্তব্যে বলেন। কিন্তু গত ঈদে ঢাকার সোয়ান গার্মেন্টস এর শ্রমিকরা তাদের ঈদ বোনাস সহ ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেও ব্যর্থ হয়েছেন। এর ফলে অনেক শ্রমিকদের ঈদ হয়নি। অনেকে না খেয়ে ঈদ পার করেছেন। যাদের শ্রমের বিনিময়ে গার্মেন্টস মালিকরা কোটি কোটি টাকার মালিক সেইসব শ্রমিকরাই আজ মূল্যহীন ও ুধার্ত। অতিসত্বর ওই সোয়ান গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস ও ৪ মাসের বকেয়া বেতন প্রদানের জোর দাবি জানান তারা।

পুরোনো সংবাদ

নীলফামারী 2261202695721404024

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item