ডোমার ও চিলাহাটি বাজার এলাকায় নছিমন, করিমনসহ স্যালোচালিত গাড়ি প্রশাসনের ছত্র ছায়ায় চলাচল করছে।

এ.আই. পলাশ, চিলাহাটি, নীলফামারী প্রতিনিধি ঃ বর্তমান সরকার সারা দেশে লাইসেন্স ছাড়া কোন যানবাহন রাস্তায় নামতে পারবে না বলে ঘোষণা দেওয়ার পর পুলিশ প্রশাসন বিভিন্ন এলাকায় লাইসেন্স বিহীন যানবাহন ও মটর সাইকেল ধরা শুরু করে গত ০৪/০৬/২০১৫ইং থেকে। তাদের এই অভিযানের হাত থেকে কোন সাধারণ মানুষ ও  সাংবাদিকরাও রেহাই পায়নি।
কিন্তু কোন প্রকার কাগপত্র ছাড়াই মটর সাইকেল চলাচলে শুধু রেহাই পেয়েছে এক শ্রেণীর আমলাতন্ত্র রাজনীতি বীধেরা। অপরদিকে বর্তমানে প্রশাসনের ছত্র ছায়ায় ডোমার উপজেলার বিভিন্ন এলাকায় স্যালো চালিত নছিমন ও করিমন গাড়িগুলো  এবং এইসব পরিবহনের চালকগুলো প্রশিক্ষণ ছাড়াই অবাধে রাস্তায় চলাচল করছে। অথচ প্রতিদিন ছোটখাটো দুই/তিনটি দুর্ঘটনা ঘটাচ্ছে এই গাড়িগুলো। এব্যাপারে পুলিশ প্রশাসনকে জানালে, তারা বিষয়টি দেখবেন বলে এরিয়ে যান। একাটি বিশেষ পরিসংখ্যানে জানা গেছে ডোমার উপজেলায় রাস্তায় চলাচলের নিশেধাজ্ঞা থাকা সত্যেও প্রশাসনের ছত্র ছায়ায় প্রায় একহাজারেরও বেশি গাড়ি চলাচল করছে। মাঝে মধ্যে এই গাড়িগুলো ধরার জন্য প্রশাসনের লোকজন ঝটিকা অভিযানের নামলেও তার পূর্বেই প্রশাসনের লোকেই গাড়িগুলো রাস্তায় না নামানোর জন্য গাড়ির মালিকদের নির্দেশ দেন। গোপন সূত্রে জানা গেছে, এই অবৈধ যানবাহন গুলো প্রতিমাসে প্রশাসনকে ৩০০ টাকা মাসোহারা দিয়েই রাস্তায় চলাচল করেন।প্রতিদিন সকাল বিকাল ডোমার উপজেলার বিভিন্ন হাটবাজারে এই স্যালো চালিত গাড়িগুলোর দৃশ্য দেখে মনে হয়। দেশে আইন আছে কিন্তু এর কোন প্রকার প্রয়োগ নেই।

পুরোনো সংবাদ

জনদূর্ভোগ 130798194982372081

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item