“ধনতোলায় আম পাড়তে বাধা দেওয়া লিচুর বাগান ভেঙ্গে ফেলেছে বখাটে যুবক”

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নে ধনতোলায় ঠাকুর পাড়া গ্রামের সুধীর মাষ্টারের আমগাছে আম পাড়তে বাধা দেওয়ায় তাপস নামে এক বখটে যুবক লিচু বাগানের গাছ ভেঙ্গে সাবার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে গত বৃহস্পতিবার সন্ধায় ধনতোলা ঠাকুরপাড়া গ্রামের সুধীর মাষ্টারের উঠনের আমগাছে একই গ্রামের রবীন্দ্রনাথ চক্রবর্তী পুত্র তাপস আম পাড়ার উদ্দেশ্যে ইট দিয়ে ঢিল ছুরলে ঢিলটি উঠানে বসে থাকা কাজের মানুষের গায়ে লাগলে সুধীর পরিবারের লোকজন তাপসের অভিবাবকে বিষয়টি অবগত করেন।
তাপস ক্ষিপ্ত হয়ে সুধীর মহন্তের উঠানে এসে তার স্ত্রীকে অশালীল ভাষায় গালিগালাজ সহ তাদের লিচু বাগান ভেঙ্গে এবং উপরে ফেলার হুমকি দেন। সেই রাতে তাপস ও তার বন্ধু আপন চন্দ্র সহ কয়েক সহপাঠী মিলে সুধীর মহন্তের বড় পুত্র কমল চন্দ মহন্ত নামে গণপ্রজাতত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত কৃষি সম্প্রসরন অধিদপ্তর হার্টিকালচার ৭৫ শতাংশের জমিতে প্রদর্শনী প্রকল্প লিচু বাগানের ১১ টি গাছ ভেঙ্গে মেছমার ও উপরে ফেলেছে। সরেজমিনে গিয়ে লিচু গাছ ভেঙ্গে ফেলা ও উপরে ফেলা আলামত পাওয়া গেছে। এ ব্যাপারে সুধীর মাষ্টার, তাপস ও আপনের অভিবাবককে অবগত করলে তিনি কোন প্রতিক্রিয়া পায়নি। বরং বখাটে তাপস ও আপন সুধীর মাষ্টারের পরিবারের লোকজনদের মারপিটের হুমকি ধামকি দিচ্ছেন। এমন্ত অবস্থায় সুধীর মাষ্টারের পরিবার ন্যায় বিচারের জন্য স্থায়ী জনপ্রতিনিধি সহ প্রশাসনের আশুদৃষ্টি কামনা করেছেন।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item