ডোমারে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে উন্নত জাতের মুরগী বিতরণ।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে পাটনারশিপ ফর মডেল ইউনিয়নের আয় বৃদ্ধি মূলক কর্মকান্ড পরিচালনার জন্য, অর্থনৈতিকভাবে সফলতা অর্জনের ল্েয ১৫জুন সোমবার সকালে  আন্ধারু মোড় এরিয়া অফিসে ব্র্যাক সামাজিক মতায়ন কর্মসূচির উদ্যোগে উন্নত জাতের দেশী মুরগী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক মতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক ইলিয়াস সরকার, রংপুর অফিসের মনিটরিং অফিসার মির্জা আল মামুন, কর্মসূচি সংগঠক(মডেল ওয়ার্ড) আব্দুল মাজেদ সরকার, ফিল্ড অফিসার আছাদুল ইসলাম আছাদ, শাখা হিসাব অফিসার আনিছুর রহমান আনিছ, ঋণ কর্মসুচি (দাবী)র শাখা ব্যাস্থাপক বেলাল হোসেন, একাউন্ট অফিসার স্বপন কুমার শীল প্রমূখ। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত কর্মসূচির উপকারভূগী বোড়াগাড়ী ও পাঙ্গা মটুকপুর ইউনিয়নের হতদারিদ্র ৫৪ জন সদস্যকে মোট ৫৫০টি উন্নত জাতের দেশী মূরগী বিনা মুল্যে হস্তান্তর করা হয়। ব্র্যাক সামাজিক মতায়ন কর্মসূচির এধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল। বোড়াগাড়ী ও পাঙ্গা মটুকপুর ইউনিয়কে মডেল/আদর্শ ইউনিয়নে রুপান্তিত করতে ব্র্যাকের কার্যক্রম অব্যাহত আছে, এজন্য এলাকাবাসী, সুশিল সমাজ সহ প্রসাসনিক কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন কর্তৃপ।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item