ধনতোলায় আম পাড়ার ঘটনায় ছাত্রকে জড়িয়ে সংবাদ প্রকাশে তোলপাড়

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি: রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ধনতোলা ঠাকুর পাড়া গ্রামের সুধির মাস্টারের আম গাছে আম পাড়তে বাধা দেওয়ায় লিচু বাগানের গাছ ভেঙ্গে ফেলার ঘটনায়
গ্রামের রবিন্দ্রনাথ চক্রবতির পুত্র তাপস, বন্ধু আপন সহ ৩ জনকে জড়িয়ে সংবাদ প্রকাশ্যে এলাকায় তোলপাড় এবং গ্রামের সুধি মহলের মাঝে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে উক্ত ঘটনার আলোকে অবশেষে গত ৮ জুন রাত্রি ১২ টায় গ্রামের মহত পুলিন চন্দ্র সরকারের সভাপতিতে¦ তারই উঠানে ১৬ আনী হরি মন্দিরের সামনে সুধি মহলের উপস্তিতে বৈঠকে আম গাছে ঢিল ছোড়া ও লিচু বাগানের গাছ ভেঙ্গে ফেলার ঘটনায় সুধির মাস্টার, পুত্র কমল মাস্টারের সঙ্গে রবিন্দ্রনাথ চক্রবতির পুত্র তাপস, বন্ধু আপন চন্দ্র সহ ৩ যুবকের পরিবারের মধ্যেকার মিমাংসা হয়। অনুষ্ঠিত সালিশ বৈঠকে গ্রামের সুধি মহলের মধ্যে উপস্তিত ছিলেন ননি চন্দ্র মহন্ত, প্রফুল্ল চন্দ্র সরকার, পামেস্বর মহন্ত, বিশ্বজিৎ মহন্ত, অনিল প্রামানিক, অজিত মহন্ত, মুকুল মহন্ত, মনোরঞ্জ প্রামানিক, সদেশ চন্দ্র, কালিপদ মহন্ত, ডাক্তার দিলিপ মহন্ত, কাবিন মহন্ত, হরিহর মহন্ত ও দয়াল চন্দ্র মহন্ত সহ আরো অনেকে। মিমাংসিত বৈঠকে উপস্তিত সুধিরা জানান তাপস ও তার বন্ধু আপন চন্দ্র সহ ৩ যুবক সখের বশত সুধির মাস্টারের আম গাছে আম পাড়তে ঢিল ছুড়তে পাড়ে, তাই বলি আম পাড়তে না পারার অভিমানে লিচু বাগানের গাছ ভেঙ্গে ফেলেছে এটি কখন সম্ভব নয়। এ ঘটনা অন্য কেউ করছে তাপস আর আপন এ জঘন্য কাজ করতে পারে না। জানা গেছে ২৮ মে সন্ধায় রবিন্দ্রনাথ চক্রবতির পুত্র দশম শ্রেণীর মেধাবী ছাত্র তাপস চক্রবতি বন্ধু আপন চন্দ্র সহ ৩ যুবক গ্রামের সুধির মাস্টারের আম গাছে আম পাড়তে ঢিল ছোরে। আম পাড়ার ঘটনায় সুধির মাস্টারের পরিবারের সঙ্গে তাপসের পরিবারের মধ্যে কথাকাটাকাটি হয়। অবশেষে ওই রাত্রে সুধির মাস্টারের পুত্র কমল মাস্টারের লিচু বাগানে ১০/১২ টি লিচুর গাছ ভেঙ্গে ফেলে। এ ঘটনায় সুধির মাস্টার সন্দেহ ভোজনে তাপস ও আপন সহ ৩ যুবক কে জড়িয়ে একটি অভিযোগ সংবাদ পত্রে প্রকাশ করলে গ্রামের সুধি মহলের মাঝে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পুরোনো সংবাদ

আরও... 6502133656495326857

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item