রসিক পরিচালিত ৭টি প্রাথমিক স্কুল শিক কর্মচারীর বেতন বন্ধ

হাজী মারুফ, রংপুর ব্যুরোঃ
রংপুর সিটি কর্পোরেশন (রসিক) পরিচালিত ৭টি প্রাথমিক স্কুলের ৩১ জন শিক ও কর্মচারী ৪ মাস ধরে বেতন পাচ্ছেন। এসব প্রাথমিক স্কুলের মধ্যে রয়েছে কামালকাছনা, নিউজুম্মাপাড়া, নুরপুর, মাহিগঞ্জ মোখলেছুর রহমান, পার্বতীপুর রিয়াজ উদ্দিন, জ্ঞানগৃহ ও বৈরাগীপাড়া মোসলেম উদ্দিন। গতকাল রোববার দুপুরে রংপুর প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলা হয়। এর আগে প্রেসকাব চত্বরে মানববন্ধন করেন তারা।

মাহিগঞ্জ মোখলেছুর রহমান প্রাথমিক স্কুলের শিক সিদ্দিকুর রহমান জানান, রসিক পরিচালিত ৭টি প্রাথমিক স্কুলের  মোট ৪২ জন শিক কর্মচারী রয়েছে। এর মধ্যে ২০১৩ সালে ১১ জন শিককে নিয়ে ৬টি প্রাথমিক স্কুল জাতীয়করণ হয়। বাকিরা জাতীয়করণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। অথচ তাদের ৯২ সালে অর্গানোগ্রামের আওতায় আনা হয়। ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন। তাদের এ অবস্থার জন্য তিনি মেয়রকে দায়ি করেন। তিনি রসিক পরিচালিত প্রত্যেক শিক কর্মচারীকে জাতীয় করণের আওতায় আনার দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন শিক সেলিনা জাহান, ফিরোজা বেগম, ইউনুস আলী, হোসনে আরা খানম, মাহাতাব প্রমূখ। 

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 987162140030589407

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item