কারমাইকেল কলেজে নারী নির্যাতন বিরোধী সমাবেশ

হাজী মারুফ, রংপুর ব্যুরোঃ
ছাত্রফ্রন্ট কারমাইখেল কলেজ শাখার উদ্যোগে রোববার সকালে কলেজ ক্যাম্পাসের অন্নদামোহন হলে নারী নির্যাতন বিরোধী এক সমাবেশ হয়েছে। এর আগে ক্যাম্পাসে একটি মিছিল বের করে হয়।
অনুষ্ঠিত সমাবেশে কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি কল্যাণ দত্ত,  জেলা শাখার সভাপতি আহসানুল আরেফিন তিতু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলার দপ্তর সম্পাদক কামরুন্নাহার খানম শিখা, কলেজ শাখার সাধারণ সম্পাদক হোজায়ফা সাকওয়ান জেলিড প্রমূখ।

বক্তারা বলেন, দেশে যত আলোচিত নারী নিগ্রহের ঘটনা ঘটছে, তার বিচার তো হয়নি উল্টো সরকার বা পুলিশ প্রশাসনের ভূমিকা নারী নির্যাতনকারীদের উৎসাহিত করছে। বিচারহীনতার সংস্কৃতি তার প্রমান। আজ দেশে তিন বছরের শিশু কণ্যা থেকে ৬০ বছরের বৃদ্ধা নারী  কেউই  নিগ্রহ ও ধর্ষণের  হাত থেকে রেহাই পাচ্ছে না। 
বক্তারা, পাড়া-মহল্লা-শিা প্রতিষ্ঠানে নারীনিগ্রহ বিরোধী গণকমিটি করে লাঞ্ছনার বিরুদ্ধে রুখে সকলের প্রতি আহবান জানান

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8047579747295379096

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item