পাগলাপীরে ভাল আমন ধানের বীজ সংগ্রহে ব্যস্ত কৃষকরা

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি:বুরোর ধকল থেকে কুলে না উঠতেই রংপুরের পাগলাপীরে ক্ষুদ্র বর্গাসহ প্রাণিÍক কৃষকরা ভাল আমন ধানের বীজ সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ছেন। ইতি মধ্যে পাগলাপীর বন্দরসহ অঞ্চলের বিভিন্ন হাট বাজারে দেশী-বিদেশী কোম্পানীর উন্নত  জাতের বীজ ধানের প্যাকেটের সঙ্গে পাল্লা দিয়ে ভ’য়া নকল কোম্পানীর আমন বীজ ধানের প্যাকেট সয়লাভ পড়ছে। এর ফলে পাগলাপীর অঞ্চলের ক্ষুদ্র বর্গাসহ প্রান্তিক কৃষকরা হাট বাজারে আমন ধানের আসল নকল বীজ সংগ্রহে এখন দিশেহারা হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। স্বরজমিনে পাগলাপীর বন্দর সহ অঞ্চলের বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে ব্যবসায়ীরা বিআরডিসি (১১) -১০ কেজি ওজনের ৩ শ ১০
টাকা বিআরডিসি (১১ ভিত্তি) ১০ কেজি ওজনের ৩শ ৪০ টাকা, হাইব্রিড হিরা (১০) ১ কেজি ওজনের ২শ ৫০ টাকা, ধানী গোল্ড (১১) ৩শ ২৫ টাকা, পারোনিয়ার (১২) ১ কেজি ওজনের ৩শ ১০ টাকা, বিআরডিসি বিনা ধান (৪৯) ২ কেজি ওজনের ১শ ২০ টাকা, বিনা (৭) ১০ কেজি ওজনের ৩শ টাকার দরে, বিক্রি করছেন। জানা গেছে চলতি বুরো মৌসুমে পাগলাপীর অঞ্চলের ক্ষুদ্র বর্গা সহ প্রান্তিক কৃষকরা চড়া দামে সার বীজ সেচ ঔষুধ মজুরী সহ নানা প্রতিকুলতা মোকাবেলা করে জমিতে বুরো ধানের বাম্পার ফলন ফলিয়াছে। কিন্তু সেই উৎপাদিত বুরো ধান হাটবাজারে ন্যায দাম না থাকায় ধান নিয়ে বিপাকে পড়েন কৃষকরা। খোজ নিয়ে জানা যায় বর্তমানে পাগলাপীর বন্দর সহ অঞ্চলের বিভিন্ন হাটবাজারে কৃষকরা ২৮ জাতের ধানের মন ৩শ ৫০ টাকা, হাইব্রিড সহ অন্যান্য জাতের ধানের মন ৩শ ২০ টাকা দরে বিক্রি করছেন।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item