পাগলাপীরে প্রশিক্ষন বিহীন অটো সিএনজির ড্রাইভারের সংখা বেড়ে যাওয়ায় অহরহ ঘঠছে দূর্ঘটনা ।

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি: রংপুরের ব্যাস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে হাইওয়ে সহ বিভিন্ন জনগুরত্ব পূর্ণ কাচা পাকা সড়কে প্রশিক্ষণ বিহীন অটো সিএনজি ভটভটি নছিমন করিমন কার মাইক্রো পরিবহনের চালক ড্রাইভারের সংখা ক্রমাগত বেড়ে যাওয়ায় সড়ক দূঘটনা আশাঙ্কা হারে বেড়েই চলছে। এদিকে অভিযোগ উটছে এই সব পরিবহনের চালক ড্রাইভারের যথারীতি প্রশিক্ষনের অভাবে পরিবহন গুলি বেপরোয়া চলা চলে গত ৫ মাসে পাগলাপীর বন্দর সহ অঞ্চলের বিভিন্ন সড়কে শতাদিক দূঘটনায় ২০ জনের প্রাণ হানি ও ৫০ জন পথচারী যাত্রী পঙ্গুত বরন করছেন।
জানা গেছে সাম্পতি কালে পাগলাপীর বন্দরের রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে, জলঢাকা ডালিয়া বুড়িমারী, বেতগাড়ী গংগাচড়া, লাহিড়ীর হাট শ্যামপুর ও কিশোরগঞ্জ নীলফামারী সহ অঞ্চলের বিভিন্ন জন গুরত্ব পূর্ন কাচা পাকা সড়কে এই সব পরিবহনের যাথারিতি প্রশিক্ষন না থাকায় প্রতিনিয়ত সড়ক দূঘটনা আশাঙ্কা হাড়ে বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে পাগলাপীর অঞ্চলের সচেতন মহল সড়ক দূঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কতৃ পক্ষের দৃষ্টি কামোনা করছেন।

পুরোনো সংবাদ

জনদূর্ভোগ 4449693545609636514

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item