ফলোআপঃপাগলাপীরে মসজিদের কমিটি গঠন কেন্দ্র করে সংঘর্ষের জেরে দুই গ্রামবাসীদের মধ্যে আবারও ধাওয়া পাল্টাধাওয়া

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি: রংপুরের পাগলাপীরে মসজিদের কমিটি গঠন কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে জাহাঙ্গীর আলম নামে এক মুসল্লীকে মারপিট করার ঘটনায় আবাও দুই গ্রামবাসীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যায় পাগলাপীরের গান্ডারপাড়া ও মুলাপাড়া দুই গ্রামবাসীদের মধ্যে এ অপ্রিতিকর ঘটনা হয়েছে। পরে কোতয়ালী থানার এএস.আই মো: মাহবুব আলম পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। জানা গেছে কেন্দ্রীয় পাগলাপীর জামে মসজিদের কমিটি গঠনের  লক্ষে গত শুক্রবার বাত জুম্মা বর্তমান সভাপতি আলহাজ লুৎফর রহমান ও সম্পাদক মফিজল ইসলামের ডাকে মসজিদের ভিতরে সভা আহব্বান করা হয়। সভায় উপস্তিত মুসল্লিদের উদ্দেশে বর্তমান সম্পাদক মফিজল ইসলাম বলেন আমাদের কমিটির মেয়াদ আগামি ৩০ শে জুন ১৫ ইং পর্যন্ত আছে।
সম্পাদকের এ ধরনের বক্তব্যে উপস্থিত মুসল্লিরা তাৎক্ষনিক প্রতিবাদ জানান। মুসল্লিরা প্রতিবাদ জানিয়ে বলেন আপনাদের মেয়াদ যদি ৩০ শে জুন পর্যন্ত থাকে, তাহলে কমিটি গঠনের জন্য আগের দিন গত বৃহস্পতিবার মাইকিং কেন করলেন। পরে এ নিয়ে উপস্থিত মুসল্লীদের মধ্যে বর্তমান কমিটির সম্পাদকের সমর্থকের মধ্যে বাক বির্তক ধাক্কাধাক্কি ও ধাওয়া পাল্টাধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন শুক্রবার ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনায় প্রতিপক্ষের ইটের ঢিলের আঘাতে মুলাপাড়ার বাসিন্দা মো: হারেস নামে মুসল্লির মাথা ফেটে গুরুতর জখম হয়। এ ঘটনার জের ধরে পরদিন শনিবার সন্ধ্যায় হারেছের মুলাপাড়া গ্রামবাসীরা প্রতিশোধ নিতে পাগলাপীরে বন্দরে সঞ্চয়ন অফিসের নিচে গান্ডারপাড়ার বাসিন্দা মুসল্লি জাহাঙ্গীর আলমের শার্টের কলার ধরে টানা হেচড়া ও তাকে মারপিট করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গান্ডার পাড়া ও মুলাপাড়া গ্রামবাসীদের মধ্যে আবারও ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পুরোনো সংবাদ

রংপুর 1464594303349581413

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item