ডোমারে রমজান মাসে সুক্ষ ভাবে, হাতি দিয়ে চলছে চাঁদাবাজী ।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী)প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে রমজানকে ঘিরে ঈদুল ফেতরকে পুজি করে  সার্কাসের হাতি দিয়ে চলছে চাঁদাবাজী। বিকাল ৩টা থেকে শুরু করে ইফতারের আগমুহুত্ব পর্যন্ত ডোমার বাজারের বিভিন্ন দোকানে গিয়ে চাঁদাবাজী করে হাজার হাজার টাকা হাতির খাবারের কথা বলে মানুষকে ধোকা দিয়ে অর্থ পকেটস্ত করছে হাতির সোয়ারী মাহুদ।
এনিয়ে মানুষের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। আলাপ কালে দেখা যায়, পাঙ্গা মটুকপুর চেয়ারম্যান আব্দুল হাকিম ভূট্টোর সহযোগিতায় ২৮মে হতে পাঙ্গার মেলার নামে হাউজি, যাত্রা, সার্কাস, পুতুল নাচ সহ চিত্র বিনোদনের জন্য নানামূখী পদপে নেয় মেলা কর্তৃপ। সেখানে প্যান্ডেল সহ সার্কসের সরঞ্জাম আনা হয়েছে। কিন্তু পবিত্র মাহে রমজান মাসের কথা চিন্তা করে মেলা স্থগিত রাখা হয়।  ঈদের দিন হতে মেলা চালু হওয়ার কথা রয়েছে। সেই কারণে বসে না থেকে খাবারে কথা বলে হাতি দিয়ে বাজারে চাঁদাবাজী করছে বলে জানান মেলা কর্তৃপ।

পুরোনো সংবাদ

নীলফামারী 8472773916414159609

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item