সরকার প্রতিবছর কোটি টাকা রাজস্ব আয় বঞ্চিত- পাগলাপীরে ঋণ ব্যবসার নামে নিবন্ধন বিহীন সমবায় সমিতি ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে।

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুরের পাগলাপীরের বিভিন্ন স্থানে ঋণ ব্যবসা নামক সমবায় সমিতি ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে। এইসব সমবায় সমিতির নামক ঋণ ব্যবসার প্রতিষ্ঠানের নিবন্ধন না থাকায় সরকার প্রতি বছর কোটি টাকার রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। জানাগেছে পাগলাপীর বন্দর সহ অঞ্চলের হরিদেবপুর মমিনপুর চন্দনপাট সদ্যপুষ্করিনী খলেয়া বেতগাড়ী বড়বিল উত্তম ইকরচালী হাড়িয়ারকুঠি ও মাগুড়া ইউনিয়নের বিভিন্ন হাটবাজার গ্রাম পাড়া মহল্লায় শিক্ষিত বেকার তরুণ যুবক সহ বিভিন্ন শ্রেনীর পেশা জীবি মহল জীবনের ভবিষ্যত চিন্তা করে নিজেকে সমাকে প্রতিষ্ঠা করতে ভাগ্যের পরিবর্তনে তারা বিভিন্ন  ব্যাংক বীমা এনজিও প্রতিষ্ঠানের মত সঞ্চয়ী সংগ্রহে সমবায় সমিতি গঠন করে ঋণ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সরকারী নির্দেশ মোতাবেক জেলা কিংবা উপজেলা সমবায় অধিদপ্তর অথবা সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন গ্রহন করে ঋন ব্যবসার নামক সমবায় সমিতি করার বিধান থাকলেও পাগলাপীর সহ অঞ্জলের শতকরা ৯৮ ভাগ সমবায় সমিতি নামক ঋণ ব্যবসা প্রতিষ্ঠানে কোন নিবন্ধন নেই। ফলে সরকার প্রতি বছর এইসব সমবায় সমিতি নামক ঋণ প্রতিষ্ঠান হতে কোটি টাকার রাজস্ব আয় ্হারাচ্ছে।
সরেজমিনে ও বিভিন্ন মহলে কথা বলে জানাগেছে পাগলাপীর বন্দর সহ অঞ্চলের সরকার কর্তৃক অনুমোদিত ঋণ ব্যবসা নামক সমবায় সমিতি গুলি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়ায় ইদানিং কালে পাগলাপীর অঞ্চলে এক শ্রেণীর টাউট বাটপার চিটার সমাজসেবক চোর ছিনতাইর গড ফাদার মাদকের সম্্রাট জুয়ারু বাহিনীর মারেয়া ভাসমান পতিতার দালাল পুলিশ র‌্যাব ডিবি সোর্স স্কুল কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রভাষক সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সিন্ডিকেট গড়ে তুলে  নামে মাত্র সমবায় সমিতি গঠন করে জমজমাট ঋণ ব্যবসা চালিয়ে যাচেছন। আবার কেউ কেউ লাঠির জোরে অস্ত্রের জোরে বুদ্ধির জোরে বংশের জোরে পরিবারের সদস্যর সংখ্যাগরিষ্ঠের জোরে ঋণ ব্যবসার নামে চটকা সুদের ব্যবসা করছেন। ফলে এইসব নিবন্ধন বিহীন সমবায় সমিতি নামক চটকা সুদ ব্যবসায়ীর কারণে সরকার কর্তৃক অনুমোদিত সমবায় সমিতি গুলির ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে আরেক দিকে এইসব সমবায় সমিতির কোন নিবন্ধন না থাকায় সরকার প্রতি বছরই কোটি টাকা রাজস্ব আয় হারাচ্ছে। 

পুরোনো সংবাদ

রংপুর 3619209877047428004

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item