ডোমারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আহত ৪!! থানায় মামলা।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী)প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আহত ৪, থানায় মামলা। ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ মফিজ পাড়া গ্রামে। মামলা সুত্রে যানাযায়, উক্ত গ্রামের শাহেদ আলীর পুত্র নূর আলমদের সাথে ছফর আলীর পুত্র সাজু মিয়া ও লাল মিয়ার জমি সংক্রান্ত বিরোধ দির্ঘ দিন ধরে চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৮জুন রাত ১০.৩০ ঘটিকায় সাজু মিয়া ও লাল মিয়া মিলে তাদের ভাড়াটিয়া  বাহিনী সাথে নিয়ে লাঠি,,ছোরা, লোহার রড সহ দেশীয় আস্ত্রে সজ্জিত হয়ে আমির আলীর বাড়ীতে অনাধিকার প্রবেশ করে সন্ত্রাসী হামলা চালায়।
অতর্কিত ভাবে মারপিট করে আমির আলীর ডান হাতে আঘাত করে  এবং আমির আলীর স্ত্রী করফুলি বেগমের মাথায় ছোড়া দ্বারা সজোরে আঘাত করলে গুরুত্বর জখম হয় এবং মাটিতে পড়ে যায়। উদ্ধারে এগিয়ে এলে শায়েদ আলী স্ত্রী জাহানারা উমর আলীর স্ত্রী হামিদা বেগমকেও তারা বেধর মারপিট করে। একই সাথে তাদের ঘড়ে হামলা চালিয়ে টাকা ও সর্ণালংকার লুট করে বলে অভিযোগ ভূক্তভূগিদের। অবস্থা বেগতিক দেখে অটো জোগে আমির আলী, করফুলি, জাহানারা ও হামিদাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপেক্্ের  ভর্তি করা হয়। এদের মধ্যে করফুলি বেগম আশংখ্যা জনক অবস্থায় রয়েছে।  এবিষয়ে নূর ইসলাম বাদী হয়ে ৪ জনকে আসামী করে ডোমার থানায় একটি মামলা দায়ের করে। মামলা নম্বর ১২, তারিখ ১৯/০৬/২০১৫ইং। এদের মধ্যে ৪নং আসামী মোক্তার আলীর পুত্র হোসেন আলীকে দেশী অস্ত্র সহ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে থানা পুলিশ।          

পুরোনো সংবাদ

নীলফামারী 2198180990554110945

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item