ডোমারে তরুন নাগরিক ঐক্য পরিষদের মানব বন্ধন

আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী)প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে রাস্তায় খড়,ধান,গম,ভূট্টা ইত্যাদি শুকানো বন্ধ করার দাবীতে“পথ যেন হয় নিরাপদ,মৃত্যুর নয়” এই শ্লোগানকে সামনে রেখে ২৪মে রবিবার সকালে ডোমার তরুন নাগরিক ঐক্য পরিষদ আয়োজিত বিােভ মিছিল ও মানব বন্ধন করেছে। ডোমার বাজার মুক্তিযোদ্ধা সংসদের মোড় থেকে বিােভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে রেলঘুন্টির মোড়ে এসে মানব বন্ধন ও পথ সভায় মিলিত হয়।
তরুন নাগরিক ঐক্য পরিষদের অন্যতম সংগঠক নুরুজ্জামান বাবলা(লাদেন)এর নেতৃত্বে ও সংগঠনের আহবায়ক এস,কে সোহেলের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযাদ্ধা কমরেড মফিজার রহমান দুলাল,গোলাম কুদ্দুস আইয়ুব,যুগ্ন আহবায়ক হাসান চৌধুরী, সাজ্জাদ সওদাগড়,সদস্য আরিফুল ইসলাম রকি,তনবির আহম্মেদ প্রমূখ। উল্যেখ্য গত ২২মে ডোমার দেবীগঞ্জ মহা সড়কের বড়রাউতা চিলাইপাড়া নামক স্থানে ধান ও খড় শুকানোর কারনে মটর সাইকেল আরহী পথচারী অষ্টম শ্রেনীর ছাত্র সুয়াইব হাসান সিরু(১৪) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বরণ করে। এরই ধারাবাহিকতায় রাস্তায় দূর্ঘটনা এড়াতে রাস্তা পরিস্কার রাখার দাবীতে তরুন নাগরিক ঐক্য পরিষদ নিররস ভাবে কাজ করে আসছে। তাদের এই উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।        

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item