কারমাইকেলে শিক্ষার্থীদের বাধার মুখে বর্ধিত ফি প্রত্যাহার

হাজী মারুফ,রংপুর ব্যুরোঃ গতকাল ৪র্থ বর্ষের আরবিও ইসলামি শিা বিভাগের ৫০০ টাকা প্রত্যাহার ও ইনকোর্স এর নামে আদায়কৃত ২০০ টাকা করে ১০০জন শিার্থীর ২০হাজার টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে। ৭৫% অনুপস্থিতির  অজুহাত দেখিয়ে অতিরিক্তভাবে ৫০০ টাকা করে আদায় করার চেষ্টা করে। শিার্থীরা এর প্রতিবাদ জানায়। প্রতিবাদের মুখে সকাল ১০টা থেকে ১২টা ৩০মিনিট পর্যন্ত ফরম পূরণের কার্যক্রম বন্ধ থাকে। পরবর্তীতে বর্ধিত ফি ৫০০ টাকা প্রত্যাহার করলে ফরম পূরণের কার্যক্রম শুরু হয়। উল্লেখ্য যে, ৩য় বর্ষে ফরম পূরণের সময় ৪র্থ বর্ষের জন্য ২০০ টাকা করে ইনকোর্সের ফি নিলেও আবার নতুন করে ৪র্থ বর্ষের ফরম পূরণের সময় এই ফি নেওয়া হয়।
ছাত্ররা এর প্রতিবাদ করলে বিকেল ৩টার দিকে ছাত্রদের কাছে আদায়কৃত ২০,০০০/- টাকা ফেরত দেওয়া হয়। একই বিভাগে বিভাগীয় প্রধান কর্তৃক লিখিত বই নেওয়ার জন্য শিার্থীদের উপর চাপ প্রয়োগ করা হয়। আন্দোলনের ফলে তাদের এ উদ্দেশ্য নস্যাৎ হয়ে যায়। এসময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসী, সাধারণ সম্পাদক হোজায়েফা সাকওয়ান জেলিড, অর্থ সম্পাদক ফাহমিদা আহমেদ প্রিয়াংকা, পাঠাগার সম্পাদক শাপলা রায়, সহ-সম্পাদক এম নিয়াজ, সাধারণ শিার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন জাহিদ হাসান, আব্দুর রহমান স্বপন, সফিকুল ইসলাম, রেজাউল করিম প্রমুখ।  

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8227834863103125791

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item