গাইবান্ধায় আনসার ভিডিপি বাহিনীর সদর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

হাজী মারুফ,রংপুর ব্যুরোঃ গত ২৫ মে সোমবার বেলা ১১টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরা বাহিনীর দিনব্যাপি গাইবান্ধা সদর উপজেলা বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় ধানঘড়া জেলা আনসার ভিডিপি প্রশিন কেন্দ্রে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপির গাইবান্ধা জেলা কমান্ড্যান্ট(অতিরিক্ত দায়িত্ব) রংপুর জেলা কমান্ড্যান্ট মোঃ মাহবুবুর রহমান। সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রশিদা বেগম এতে সভাপতিত্ব করেন।
সমাবেশে প্রধান অতিথি বলেন, দেশের বৃহৎ স্বেচ্ছাসেবী বাহিনী হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরা বাহিনী বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থাসহ জাতীয় আর্থসামাজিক ও অভ্যন্তরীণ আইন-শৃংখলা উন্নয়ন কাজ তথা সার্বিক জননিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন  করে আসছে এবং দেশের জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় এর সর্বাধিক সংখ্যক নিয়োজিত স্বেচ্ছাসেবক জনবল প্রতিনিয়ত সক্রিয় অবদান রাখছে। আনসার ভিডিপি বৃহত্তর স্বার্থসংশ্লিষ্ট সরকারী গুরুত্বপূর্ণ অর্পিত দায়িত্ব পালন করার জন্য বহু গৌরব অর্জন করেছে। বিশেষ করে গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নের প্রতিটি  ক্ষেত্রে এ বাহিনীর সদস্য সদস্যাদের বিভিন্ন কর্মকান্ডে অর্জিত সাফল্য ও সুনাম সর্বজনীন স্বীকৃত। তিনি বলেন আধুনিক অবাধ তথ্য প্রবাহ ও প্রযুক্তির যুগে এ বাহিনী গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নের পাশপাশি সমাজে সংঘটিত অনৈতিক ও অনাচার কাজের প্রতিরোধকল্পে আন্তঃব্যক্তি কেন্দ্রিক সরকারের একমাত্র নির্ভীক ও বিশ্বত্ব তথ্য যোগাযোগ কর্মী বাহিনী হিসেবে ব্যাপক অবদান রাখতে সক্ষম। এ বাহিনীর সদস্য সদস্যাদের অর্জনের চেয়ে প্রাপ্তি কম। তবুও নিজেদের ভাগ্য পরিবর্তন তথা দেশগঠনের স্বার্থে তারা অকান্ত পরিশ্রম করে যাচ্ছে। আনসার ভিডিপিকে স্বেচ্ছাশ্রম কাজে আরো গতিশীলতা আনয়নের আশা ব্যক্ত করে সমাজে বিদ্যমান বাল্যবিবাহ ও যৌতুক প্রথা, নারী ও শিশু পাচার প্রতিরোধ, নারী শিা ও মতায়ন, পরিকল্পিত সূখী পরিবার গঠন, মাদকাসক্ত তরুনদের উদ্ধারসহ জঙ্গিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্য প্রভৃতি অনৈতিক কার্যকলাপ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধ ও সামাজিক মর্যাদা জাগ্রত করার জন্য সমাবেশে সদস্য-সদস্যাদের প্রতি উদাত্ত্ব আহবান জানানো হয়।  দেশব্যাপি আনসার ভিডিপি বাহিনীর উন্নয়নমূলক কর্মকান্ডের ভূয়োঁসী প্রশংসা করে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্ত মোঃ রহমতুন নবী, সার্কেল অ্যাডজুটান্ট(অবঃ) গৌতম চন্দ্র মোদক, গাইবান্ধা সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ সহিদুল হক, ভিডিপি  ইউনিয়ন লিডার মোঃ আইয়ুব আলী ও মোছাঃ রুবিনা বেগম প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপস্থিত সদস্য সদস্যাদের মাঝে পুরস্কার সামগ্রী বিতরণ করেন। সংশিষ্ট উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা মোছাঃ হাসিনা বেগমসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সমাজসেবী নেতৃবর্গ এবং ইউনিয়ন আনসার আনসার কমান্ডার, ভিডিপি লিডার ও সদস্য-সদস্যাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item