ভারতীয় গরু আমদানী না হওয়ায় গরুর হাটে গরু নাই, মাংসের দাম বেশি

আবু ছাইদ, চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি ঃ জেলার ডোমার উপজেলা সবচেয়ে বড় গরুর হাট আমবাড়ী ও ভাউলাগঞ্জ, মির্জগঞ্জ ও চিলাহাটি হাটে এখন গরু বেচা কেনা খুবই কম । পার্শ্ববর্তী দেশ ভারত থেকে গরু আমদানী কম হওয়ায়এই পরিস্থিতির সৃষ্ঠি হয়েছে বলে হাট কর্তৃপরা জানান। আর এজন্য গরু ও গরুর মাংসের দাম মাত্রারিক্ত হয়েছে। এর ফলে ৪/৫ মাসে মাংসের দাম কয়েক দফা বেড়েছে বলে জানা যায়। গরু সরবরাহ স্বাভাবিক না হলে খুব শীঘ্রই মাংসের দাম আবারও বাড়বে বলে সংশ্লিষ্টরা জানান।

হাটের সাথে জড়িত কিছু সংখ্যাক মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়েছে । গরু ব্যবসায়ীরাও গরু না থাকার কারনে বেশ বিপাকে পড়েছে । সরেজমিনে হাটে গিয়ে দেখা যায় গরুর চেয়ে মানুষের সংখ্যা বেশী । গরু হাটিতে গরুর চেয়ে মানুষের সংখ্যা বেশী হওয়ার কারন হাট কমিটির কাছে জানতে চাইলে তারা বলেন গত কয়েক বছর পূর্বে ভারতীয় গরু আমদানী ছিল বেশি গত ৫/৬ মাস যাবত ভারতীয় গরু আমদানী একেবারেই নেই ফলে দেশী গরুই একমাত্র হাটের ভরসা। তাই গরু নেই গরু ব্যবসায়িরাই ভীড় জমাচ্ছে। হাটের সময় প্রায় পেরিয়ে যায় কিন্তু গরু বিক্রি তেমনটি নেই কারণ ভারতীয় গরু না থাকায় চাহিদা থাকলেও দেশী গরুর দাম বেশী হওয়ায় পাইকাররা তা ক্রয় করিতে পারছেনা। গরু বিক্রেতা ও ক্রেতারা জানান যদি ভারতীয় গরু থাকতো তাহলে গরুর দাম সীমাবদ্ধতার ভিতর থাকতো এবং গরু বেচা কেনাও স্বাভাবিক হতো। তাতে কেউই তিগ্রস্থ হতো না। পাইকাররাও একই কথা জানান ভারতীয় গরু না থাকায় গরুর দাম বেশী হওয়ায় সেই দরে ক্রয় করে অন্যত্র বিক্রয় করতে তি গুনতে হয় বলে তারা জানান। এ কারনে কেউ কেউ শুধু হাট আসে কিন্তু গরু না কিনে বাড়ীতে ফিরে যায়। কয়েকজন ক্রেতা ও বিক্রেতার কাছে জানা যায় তারা বলে যদি শীঘ্রই ভারতীয় গরু আমদানী নাহয় তাহলে দেশী গরুর দাম আবারও বাড়বে । তারা আরো জানান যে দেশী গরু  ৬ মাস পূর্বে ১২ হাজার টাকায় নিয়েছেন সেই গরু আজ ১৭ হাজার টাকায় কিনতে হচ্ছে। গরুর দাম বৃদ্ধি হওয়ায় বাইরের থেকে আসা অনেক বেপারী পাইকারকে গরু না কিনে ফিরে যেতে হয়। অপর দিকে গরুর দাম বেশী হওয়ায় মাংসের দাম ৫ মাসে তুলনামুলক অনেক বেড়েছে বলে যানা যায়। ৫ মাস পুর্বে গরু মাংস প্রতি কেজির দাম ছিল ২৪০ টাকা ক্রমান্নয়ে বাড়তে বাড়তে বর্তমানে ৩২০ থেকে ৩৫০ টাকায় এসে দাড়িয়েছে। এলাকার কসাইদের ভাষ্য মতে গরুর দাম যে হারে বাড়ছে তাতে আগামী ৬ মাসের মধ্যে প্রতি কেজি গরু মাংসের দাম ৫০০ টাকায় এসে দাড়াবে বলে তারা মন্তব্য করেন।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item