ডোমারে বামুনিয়া ইউপির বার্ষিক কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক
ডোমার(নীলফামারী)প্রতিনিধি>>নীলফামারীর ডোমারে সুশাসনের জন্য গণ সংগঠন শক্তিশালী করণ (স্কোপ) প্রকল্পের আওতায়, উপজেলার ৫নং বামুনিয়া ইউনিয়ন পরিষদ আয়োজিত  স্থানীয় অবস্থা বিশ্লেষণের জন্য বার্ষিক কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত  হয়েছে। ২৭ এপ্রিল সোমবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বামুনিয়া ইউপি
চেয়ারম্যান বাবু মনোরঞ্জন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মোঃ সাখাওয়াত হোসেন,উর্দ্ধতন প্রশিক্ষক আরডিআরএস বাংলাদেশ রংপুর।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরডিআরএস এর সিনিয়র সোস্যাল ডেভলপমেন্ট অফিসার আশরাফুল ইসলাম,চিলাহাটি ইউএসএস এর সিনিয়র সোস্যাল ডেভলপমেন্ট অফিসার আব্দুর রউফ,শিক বাবু কালা চাঁদ রায়,নিরাঞ্জন ভট্যার্চাজ,এনামুল হক,সাবেক ইউপি সদস্য ওলিয়ার রহমান। অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আইনুল ইসলাম,ইউপি সদস্য স্বপন মিয়া,শরৎচন্দ্র,মোকছেদুল ইসলাম,কুতুব উদ্দিন প্রমূখ। এ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও পরিষদের সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। পরিষদের চলতি অর্থ বছরের  কাজের উন্নয়ন কর্মকান্ডের বিষয়ে  মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউপি সচিব আহ্সান হাবিব। অনুষ্ঠান পরিচালনার দ্বায়ীত্বে ছিলেন এজাবুল হক ও রমেশ চন্দ্র কমিউনিটি মবিলাইজার। সার্বিক সহযোগীতায় আরডিআরএস বাংলাদেশ। বক্তাগণ আলোচনার  মাধ্যমে মসজিদ,মন্দির,ব্রীজ,কালভাট,ইউড্রেন,রাস্তাঘাট সংস্কার,কমিউনিটি কিনিক স্থাপন,শিা উপকরন ও আসবাবপত্র সরবরাহ সম্পর্কিত ব্যাপক উন্নয়নের প্রস্তাপনা প্রদান করেন। ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন রায় ৫ নং বামুনিয়া ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্র“তি ব্যাক্ত করেন।

পুরোনো সংবাদ

রংপুর 3839751959117154135

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item