জলঢাকায় আশ্রিত নাম ঠিকানাহীন কে এই মহিলা ?

মর্তুজা ইসলাম, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ঃ
নীলফামারীর জলঢাকায় ৬ মাস ধরে এক বাড়ীতে আশ্রিত কে এই হতভাগা মহিলা? সে তার পরিবারের কাছে ফিরে যেতে চায়। প্রয়োজন পরিবারের সন্ধান। খোঁজ নিয়ে জানা যায়, জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের মৃত জপির উদ্দিনের ছেলে তমিজার রহমানের বিন্যাবাড়ী বাজারস্থ বাড়ীতে নাম ঠিকানার অভাবে আটকে পড়ে আছে এই হতভাগা নারী। আশ্রয়দাতা তমিজার জানায়, প্রায় ৬ মাস আগে সকালে আমরা বাড়ীর বাইরে আগুনের তাপ নিচ্ছিলাম। পিছনে ফিরে দেখি কোথা থেকে যেন ওই মহিলা আমাদের পাশে এসে দাড়িয়ে কাঁপছিল। তার সাথে কথা বলে কিছু বুঝতে না পারলেও মনে হল সে একটি ভাল পরিবারের মহিলা হবে এবং খুবই ুধার্ত ছিল।
আমার স্ত্রী তাকে খেতে দিয়ে অনেক চিন্তা ভাবনা করে এলাকার মানুষের সাথে পরামর্শ করে তাকে আমার বাড়ীতে রেখে দেই। কিন্তু কিছুদিন যেতে না যেতেই শুরু হয় তার কান্না। শত চেষ্টায়ও তাকে থামানো যায় না। এতে মনে হয় তার ছেলে মেয়েসহ পরিবারের কথা যখন মনে পরে তখনই সে কাঁদে। এদিকে আটকে পড়া ওই মহিলার নাম জিজ্ঞেস করলে অস্পষ্ট ভাবে যা বলে তাতে মনে হয় সে বলছে উষ্মি, আশ্বিনা, পোড়ামেরাজ, মাইয়া আসমা। তার বাড়ী কোথায় জানতে চাইলে সে বগুড়া, হাড়িপাতিল এবং নদী আছে মাছ আছে বার বার বলতে থাকে। তার কোমড়ে সংসারের একটি চাবির গোছা রয়েছে। আশ্রিত এলাকার মানুষের ধারণা কোন কিছুর লোভে হয়তো কেউ দূর থেকে জলঢাকাগামী গাড়ীতে উঠে দিয়ে সুবিধা হাসিল করছে। এ অসহায় মহিলাটির পরিবারের সন্ধান পাওয়া গেলে নিম্ন মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে আশ্রয়দাতা। (মোবাঃ ০১৭১৭-২৯০৮১২)। 

পুরোনো সংবাদ

রংপুর 2815166653526195456

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item