উপজেলা পরিষদকে পাশ কাটিয়ে মেলার আয়োজন জলঢাকায় ডিজিটাল মেলা পন্ড

মর্তুজা ইসলাম, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ঃ
নীলফামারীর জলঢাকায় ইউএনওর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ডিজিটাল ও লাগসই প্রযুক্তি প্রদর্শনী মেলা বিকাল সাড়ে ৫টার দিকে পন্ড করে দেয় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ও তার সমর্থকরা। এসময় মেলাতে আসা বিভিন্ন স্টল মালিক ও দর্শনার্থীরা আতংকিত হয়ে ছুটাছুটি করতে থাকে। জানা যায়, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উপজেলা পরিষদ চত্ত্বরে মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন কর্তৃপ।
ভাইস চেয়ারম্যান বাহাদুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, আমাদেরকে পাশ কাটিয়ে উপজেলা প্রশাসনের নাম ব্যবহার করে ডিজিটাল মেলা করছে ইউ.এন.ও। আমরা এর কিছুই জানিনা। তাই এ মেলা হতে পারেনা। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ ােভ প্রকাশ করে বলেন, মেলার আনুষ্ঠানিকতা করতে কোন প্রকার নিয়ম-নীতি ছাড়াই ইউ.এন,ও একক মতাবলে মেলার আয়োজন করেছে। মেলায় স্টল নিয়ে আসা ইসলামী ব্যাংকের সহকারী ব্যবস্থাপক জুলফিকার আলম জানান, স্টল নিয়ে এসেছিলাম। কিন্তু এরকম হবে আশা করিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অবশ্য তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, সবার সাথে কথা বলে মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আগত প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী মেলার পন্ডের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গতকাল রাতে ইউএনও আমাকে ফোন করে মেলা হবে জানিয়েছেন এবং আমাকে আসতে বলেন এর বেশি আমি আর কিছুই জানিনা।


পুরোনো সংবাদ

রংপুর 4623621138633735621

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item