জলঢাকায় ছাত্র নির্যাতন প্রতিবাদে শিার্থীদের মানববন্ধন

মর্তুজা ইসলাম, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ঃ
নীলফামারীর জলঢাকায় রবিবার দুপুরে ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক ছাত্র নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও মাধ্যমিক শিা কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেছে স্কুলের শিার্থীসহ অভিভাবকরা। গত বৃহস্পতিবার উপজেলার মীরগঞ্জহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোস্তাক হাসনাত অরন্য (১৫) স্কুল পোষাক না পরায় তাকে মারধর করে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম (সাবেক মেম্বর)। রাতে ছাত্রটির বুকে ব্যাথা অনূভব হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা
হয়। বর্তমানে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯নং বেডে চিকিৎসাধীন রয়েছে ছাত্রটি। আহত অরন্য জানায়, বৃহস্পতিবার আমি স্কুল ড্রেস ছাড়া স্কুলে গেলে, ইংরেজী কাশ চলাকালে সভাপতি (জাহাঙ্গীর) ড্রেস নাই কেন জিজ্ঞাসা করে। এসময় আমার কথা বলার আগেই তিনি আমাকে স্যারের হাত থেকে বেত নিয়ে এলোপাতারিভাবে মারতে থাকে। এক সময়ে আমি বেঞ্চে পরে গেলে আমার সহপাঠিরা আমাকে বাসায় দিয়ে আসে। পরে রাতে আমাকে আমার বাবা-মা হাসপাতালে ভর্তি করায়। উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তার কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে অংশ নেয়া অরন্যের মা মোর্শেদা আক্তার মমতা সভাপতির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “আমি এর সুষ্ঠ বিচার চাই।” অপরদিকে অভিযুক্ত সভাপতি জাহাঙ্গীর আলমের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি ছাত্র নির্যাতনের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, “আমার প্রতিপরা চক্রান্ত করে একটি তুচ্ছ ঘটনাকে নিয়ে বাড়াবাড়ি করছে।” এদিকে মীরগঞ্জহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক মোস্তাফিজার রহমান ছাত্র নির্যাতনের বিষয়টি স্বীকার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ দেবাশীষ সরকার বলেন, “বর্তমানে ছাত্রটি সুস্থ আছে।” মাধ্যমিক শিা কর্মকর্তা আশরাফ-উজ-জামান সরকার অভিযোগের বিষয়ে বলেন, “লিখিত অভিযোগ হাতে পেয়েছি, তদন্ত সাপেে ব্যবস্থা নেয়া হবে।”

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4549962090556320215

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item