সৈয়দপুরে সড়ক ডাকাতি। ডাকাত দলের দুই সদস্যকে ধরে গণধোলাই

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ শুক্রবার রাতে সৈয়দপুর - দিনাজপুর বাইপাস সড়কে ডাকাতিকালে ডাকাত দলের দুই সদস্যকে  গণধোলাই দিয়ে আটক করেছে জনতা। জনতার হাতে আটক সড়ক ডাকাত দলের দুই সদস্য হচ্ছে, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খিয়ারপাড়ার আব্দুল হামিদের ছেলে ওবায়দুর (৩৫) এবং রংপুরের বদরগঞ্জ থানা সংলগ্ন এলাকার খায়রুদ্দিনের ছেলে জয়নুদ্দিন (৪০)। এ সময় অপর ১৮ জন ডাকাত পালিয়ে যায়।

জানা যায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট এলাকার  জাবেদ আলী (৬৫) মামুনুর রশীদ (৫০) ও তার ছেলে আব্দুস্ সোবাহান (৪২) শুক্রবার রাত আনুমানিক পৌণে ৯টার দিকে মোটরসাইকেলে নয়াহাট থেকে শহরের ওয়াপদা মোড় হয়ে সোনাপুকুর রাবেয়া ফাওয়ার মিল বাস স্ট্যান্ডের  উদ্দেশ্য যাচ্ছিলেন। সৈয়দপুর- দিনাজপুর বাইপাস সড়কের পোল্ট্রি ফার্মের কাছে পৌঁছলে ২০ জনের মুখোশপরা সশস্ত্র একদল ডাকাত বাইপাস সড়কের  ওই স্থানে দড়ি দিয়ে তাদের গতিরোধ করে। এ সময় তারা কোন কিছু বুঝে ওঠার আগে ডাকাতদলের সদস্যরা তাদের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। এতে ডাকাতদলের লাঠির ও  ধাঁরালো অস্ত্রের আঘাতে মোটারসাইকেল চালক জাবেদ আলী ও তাঁর ছেলে আব্দুস্ সোবহানের মাথা ফেটে যায় এবং  মামুনুর রশীদের হাত গুরুতর জখমপ্রাপ্ত হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন  ছুঁটে এসে ডাকাতদলের দুই সদস্যকে ধরে গণধোলাই দেয়। ডাকাতদলের অপর সদস্যরা পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ এসে দুই ডাকাতকে গ্রেফতার করে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুরোনো সংবাদ

রংপুর 5963376165114540371

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item