পরপর দুটি একদিনের আন্তর্জাতিকে ৪০০ রানের রেকর্ড দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক :: বিশ্বকাপে ফের একবার ব্যাটিং ঝড় দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা করল উইকেটের বিনিময়ে ৪১১ রান শতরান হাঁকালেন ফাফ ডু প্লেসি (১০৯ রান) হাসিম আমলা (১৫৯ রান)
এই নিয়ে পরপর দুটি বিশ্বকাপের তথা একদিনের আন্তর্জাতিক ম্যাচে চারশো রানের গন্ডী টপকাল কোনও দল যা একটি বিশ্বরেকর্ড পরপর দুটি একদিনের ম্যাচে ৪০০ রানের রেকর্ড দক্ষিণ আফ্রিকার এদিন প্রথম থেক আক্রমণাত্মক ছিলেন হাসিম আমলা, ডু প্লেসি, মিলাররা

মাত্র ১২ রানের মাথায় কুইন্টন ডি ককের উইকেট পড়ে যাওয়ার পর খেলা ধরেন আমলা, ডু প্লেসি জুটি শতরান করার পর যখন আউট হন দুজনে ততক্ষণে খেলা আয়ারল্যান্ডের হাত থেকে বেরিয়ে গিয়েছে জুটি বেঁধে আমলা ডু প্লেসি মিলে ২৪৭ রান করেন এরপর এবি ডেভেলিয়ার্স (২৪ রান), ডেভিড মিলার (অপরাজিত ৪৬ রান) রোসৌ (অপরাজিত ৪৬ রান) দক্ষিণ আফ্রিকাকে চারশো রানের গন্ডী পার করান

জবাবে ব্যাট করতে নেমে ২১০ রানেই শেষ কেভিন ব্রায়েনদের লড়াই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হাসিম আমলা প্রসঙ্গত, এর আগের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪০৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা

পুরোনো সংবাদ

খেলাধুলা 7045091080161368110

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item