কবিতা-যন্ত্রনা

যন্ত্রনা

~মমতাজ সরকার~

একটি আত্মা জন্মেছিল
জীবনের মধুর আর তিক্ততার স্বাধ নিতে,
জীবন নামের হিংস্র হায়নার ধারালো
নখের আঘাতে,রক্তাক্ত করেছে সব সত্বা।
লাল চোখের তীব্র চাহনিতে
ভেঙ্গে গেছে বেঁচে থাকার স্বাধ,
সুখের স্বপ্ন আর যৌবনের উম্মাদনা।
ঘুর্নিও আবর্তে তলিয়ে গেছে
আঁকড়ে ধরা ভিতটুকু।
অন্ধকারের বিভিষিকায় হারিয়ে গেছে
চলার পথ।
তবুও বেঁচে থাকার নীল স্বপ্ন
হাতছানি দেয়।
বকের ডানার মত শুভ্র আকাঙ্খা
যেন জাগিয়ে তোলে ীন আশার।
সব মরিচিকা,আর দুঃস্বপ্ন।
অব্যাক্ত বেদনা গুমড়ে উঠে হৃদয়ের মাঝে।
ভেঙ্গে দেয় বুকের পাঁজর।
পঙ্গু আর অসহায় করে কেড়ে নেয়
বাঁচবার শেষ সম্বলটুকু।
হতাশা হাহাকার আর দীর্ঘশ্বাসে,
ভারী করে তোলে,পৃথিবীর নির্মল বাতাস।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 112453963811255900

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item