গঙ্গাসাগর দিঘী।

দীঘি নামটির সাথে সাগর মিশেছে মূলত এর বিশালত্বের কারণে আর আক্ষরিক অর্থেই গঙ্গাসাগর সুবিশাল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় অবস্থিত এই দীঘি নির্মাণের পেছনে রয়েছে এক ইতিহাস, যেমনটি সব দীঘিতেই

প্রায় পনেরশ বছর আগের ঘটনা ভারতের ত্রিপুরা রাজ্যের রাজা বীর বিক্রম ঈশ্বরচন্দ্র মানিক্য বাহাদুর তৎকালীন সময়ে কর আদায় করতে আসতেন কুমিল্লায় তখন অঞ্চলে পানীয়
জলের সুব্যবস্থা ছিল না এলাকার চারদিকের শুষ্ক পরিবেশ দেখে রাজা চিন্তিত হন আশে পাশে কোন দীঘি নেই তখন তিনি দীঘি খনন করার কথা ভাবলেন যেমন ভাবনা তেমন কাজ, খনন করা হল বিশাল এই দীঘি শুধু টলটলে পানির দীঘি নয়, এর উত্তরে রাজা বিশাল একটি ঘাটও তৈরী করে দিলেন
খাজনা আদায়ের কাজ করতে করতে রাজা ক্লান্ত হয়ে গেলে সে ঘাটে গিয়ে বিশ্রাম নিতেন সামনের বিশাল জলরাশি আর চারপাশের খোলা প্রান্তরের হাওয়ায় রাজার মনকে শান্ত করে দিত গঙ্গা দেবীর নামানূসারে দীঘির নাম দিলেন গঙ্গাসাগর
আয়কর বা খাজনা আদায়ের ঘরকে তখন বলা হত তফসিল কাচার এখনও দীঘির উত্তরপারে তফসিল কাচারী রাজার কর আদায়ের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে দীঘির উত্তরপাড়ের লাগোয়ো অন্ধকার ঘরটির ভেতরের মেঝেতে এখনও কয়েকটি সিন্দুকের শেষাংশের ছাপ ষ্পষ্ট তবে কালের পরিক্রমায় কাচারী ঘরে লেগেছে ধ্বংসের আচড় দীঘির ঘাটের সিড়ি ভগ্নপ্রায়
গঙ্গসাগর আর এই কাচারী আমাদের ইতিহাসেরই এক অংশ হয়ে গেছে আজ

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item