পাগলাপীরে পানি নিস্কাশনে কংক্রিট সড়কের ঢালাইর কাজ শুরু


এসএম রেদোয়ান বিন সেলিম রুহিত, পাগলাপীর ঃ
রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরে রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়কের আব্দুস ছাত্তার মার্কেটের সামন চেরকাপাড়ার মোড় হতে হাজী তছির উদ্দিন শপিং কমপ্লেক্সের সামন পর্যন্ত ১৫০ ফিট ও ডালিয়া বুড়িমারী সড়কের জিরো পয়েন্ট পাগলাপীর বন্দরের গোলচত্ত্বরে ১৭ ফিট সহ ১৬৭ ফিট পর্যন্ত সড়কে পানি নিস্কাশনে ড্রেন সংলগ্ন কংক্রিট সড়কের ঢালাই (আর সি সি করন) এর কাজ শুরু হয়েছে। বুধবার সকাল হতে শুরু হয় ঢালাইর কাজ (আর সি সি করন)। রংপুর সড়ক ও জনপথ বিভাগ এর  নির্বাহী প্রকোশলি (এক্সসিয়ন) মোঃ মাহাবুব আলম ও এসডি মোঃ মেহেদী হাসান উক্ত কংক্রিট সড়কের ঢালাইর কাজ (আর সি সি করন) উদ্ভোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসো মোঃ সোলেমান আলী, সাইড ইঞ্জিয়ার সঞ্জয় সরকার ও প্রকল্প বাস্তবায়ন কারি প্রতিষ্ঠান মের্সাস আমিনুল ইসলাম এন্টাপ্রাইজ এর প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম রবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাংবাদিককে জানান পাগলাপীর বন্দরের পানি নিস্কাশনের কংক্রিট সড়কের কাজ  (প্রকল্পটি) বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৩ লক্ষ্য টাকা। সড়ক ও জনপথ বিভাগ রংপুর কর্তৃপক্ষের অধীনে ঠিকাদারী প্রতিষ্ঠান গত মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে কাজটি করছেন। তারা আশা প্রকাশ করে বলেন আসন্ন ঈদুল ফিতর পর্যন্ত কাজটি শেষ হবে। জানা গেছে সামান্য বৃষ্টিপাতে পাগলাপীর বন্দরের রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে, জলঢাকা ডালিয়া বুড়িমারী, বেতগাড়ী গংগাচড়া ও লাহিড়ীরহাট শ্যামপুর বদরগঞ্জ সহ জনগুরুত্বপূর্ণ ৫টি সড়কের দু’ধারে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে আধা কিলোমিটার জুড়ে বৃষ্টির পানি আটকিয়ে জলাবদ্ধতা কোথাও কোথাও কাদাপানি একাকার সৃষ্টি হয়ে পড়ায় সাধারন মানুষজনের দূভোর্গ। বিশেষ করে পাগলাপীর শিক্ষার নগরী ও যোগাযোগের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ স্থান হওয়ায় প্রত্যহ এই এলাকায় হাজার হাজার শিক্ষার্থী পথচারী কর্মজীবি নারী পুরুষ সহ বাস কোর্চ যাত্রীদের পদচারনা ঘটে। এর ফলে সড়কে চলাচল করতে গিয়ে কাদাপানির মধ্যে পরে তাদেরকে পোহাতে হয় চরম দূভোর্গ। ইতিপূর্বে এ সংক্রান্ত রিপোর্ট বিভিন্ন পত্র পত্রিকা একাধিকবার প্রকাশিত হলে প্রশাসনের নজরে পড়ায় অবশেষে রংপুর সড়ক ও জনপথ বিভাগ কতৃপক্ষ পাগলাপীরবাসীকে কাদামুক্ত করতে শুরু করেন হাইওয়ে সড়কে পানি নিস্কাশনের কংক্রিট সড়কের কাজ।


পুরোনো সংবাদ

রংপুর 5318400532627256817

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item