পার্বতীপুরে মাদক হস্তান্তর প্রচেষ্টার অপরাধে এক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড


এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ


দিনাজপুরের পার্বতীপুরে মাদক (ইয়াবা) হস্তান্তর  প্রচেষ্টার  অপরাধে এক মাদক ব্যবসায়ী কে ১ বছর ১১ মাস ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক। শুক্রবার  (১১ মার্চ) রাত ১ টা ৩০ ঘটিকায় মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা এই দণ্ডাদেশ দেন।


পার্বতীপুর রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, শুক্রবার রাত ১ টা ৩০ ঘটিকায়  মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের বিচারকের নেতৃত্বে পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশ রেলওয়ে থানাধীন জাহাঙ্গীর নগর সিঙ্গেল কোয়াটার (পাওয়ার হাউজ কলোনী) থেকে আশাফুজ্জামান খান মুরাদ (৩১) নামক এক মাদক ব্যবসায়ীকে মাদক (ইয়াবা) হস্তান্তর প্রচেষ্টা গ্রহণের সময় হাতেনাতে গ্রেফতার করে। সে পার্বতীপুরের গুলপাড়া এলাকার ফেরদৌস খানের  পুত্র। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাদক (ইয়াবা) হস্তান্তর প্রচেষ্টা গ্রহণের অপরাধে তাকে ১ বছর  ১১ মাস ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।


দন্ডপ্রাপ্ত  মাদক ব্যবসায়ীকে শুক্রবার সকালে  দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে থানার ওসি।

পুরোনো সংবাদ

নির্বাচিত 4858286880505983223

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item