পার্বতীপুরে মাদক সেবনের অপরাধে দুই মাদক সেবীর কারাদণ্ড


এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ


দিনাজপুরের পার্বতীপুরে মাদক সেবনের অপরাধে দুই মাদক সেবী কে ২ বছর ৯ মাস ১৫ দিন কারাদণ্ড ও ১০ হাজার ৫শ' টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক। বৃহস্পতিবার (১০ মার্চ) রাত ১০ টায় মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা এই দণ্ডাদেশ দেন।


পার্বতীপুর রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের বিচারকের নেতৃত্বে পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশ রেলওয়ে থানাধীন পাওয়ার হাউজ কলোনী থেকে রায়হান পারভেজ জনি (৪১) নামক এক মাদক সেবন কারীকে মাদক সেবন অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে। সে পার্বতীপুর জাহাঙ্গীর নগর (পুরাতন বাজার রেল গেট) এলাকার মোঃ মোজাহার আলী ওরফে গান্ধী'র পুত্র। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাদক (বাংলা মদ) সেবন ও মাদক সেবন অবস্থায় জনগনের শান্তি বিনষ্ট করার অপরাধে তাকে ১১ মাস ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। একই দিন রাতে অপর আরেকটি অভিযানে পার্বতীপুর শহরের রহমত নগর মহল্লা থেকে মাদক (নেশার ট্যাবলেট) সেবন অবস্থায় মাদক সেবী স্বপন ইসলাম (৩৫) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে পার্বতীপুরের রহমত নগরের মোঃ আবুল হোসেনের পুত্র। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাদক সেবনের অপরাধে তাকে ১ বছর ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ' টাকা অর্থদন্ড প্রদান করেন।


দন্ডপ্রাপ্ত দুই মাদক সেবন কারীকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে থানার ওসি।

পুরোনো সংবাদ

নির্বাচিত 5721782638116949221

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item