পার্বতীপুরে ভোটাধিকার দিবস পালিত


এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ


দিনাজপুরের পার্বতীপুরে ভোটাধিকার দিবস পালিত হয়েছে।  বুধবার (২ মার্চ) সকালে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে পার্বতীপুরে ৪র্থ জাতীয় ভোটাধিকার দিবস পালিত হয়। পার্বতীপুর উপজেলা নির্বাচন কার্যালয়ের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টায় পার্বতীপুর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে নানা রংয়ের ব্যানার ও ফেষ্টুন নিয়ে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে বাস টার্মিনাল মোড় প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা চত্ত্বরে এসে শেষ হয় । পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য  নিয়ে  আলোচনা করা হয়। এতে অংশ নেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রীতম সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুজ্জামান খান ও বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  কৃষিবিদ নুর মোহাম্মাদ রাজা প্রমুখ। বক্তারা জাতীয় ভোটাধিকার দিবসের গুরুত্ব, ভোটার হওয়ার শর্ত ও প্রয়োজনীয়তা  এবং সামাজিক ও রাষ্ট্রীয়  বিভিন্ন ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের অপরিহায্যতা নিয়ে আলোচনা করেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 6510890773797109528

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item