পঞ্চগড় সীমান্তে স্থাপনা নির্মাণ নিয়ে উত্তেজনা- সতর্কবস্থায় বিজিবি
সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়ঃ
পঞ্চগড় সীমান্তে স্থাপনা নির্মাণ করা নিয়ে উত্তেজনায় সতর্কবস্থায় রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। যা এখনো চলমান রয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারী) দুপুরে নীলফামারী ৫৬ বিজিবির কর্মকর্তারা ওই এলাকা পরিদর্শন করেন বলে জানা গেছে।
পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারি বিওপির আওতায় ডাঙ্গা পাড়া এলাকায় সীমান্তে চাওয়াই নদীতে অপরদিকে ভারতের সীমান্তবর্তী চাউলহাটি এলাকায় ভারতের কর্তৃপক্ষ সেতু নির্মাণ করা নিয়ে গত কয়েক দিন থেকে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। স্থাপনাটি সেতু নাকি বাঁধ সেটা জানার জন্য আপত্তি জানিয়েছেন বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)। এ নিয়ে বিজিবি ও স্থানীয়দের মধ্যে ছিল অষ্পষ্টতা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি নজরদারি বাড়িয়েছেন বলে জানান স্থানীয়রা। এদিকে গোপন সূত্রে জানা যায়, ওই সীমান্তে ভারতের কর্তৃপক্ষ সেনা সমাবেশ করছে।
মাগুরমারি বিওপি ক্যাম্প কমান্ডার সীমান্তে অবস্থান করায় কথা বলা সম্ভব হয় নাই।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) জানান, চাওয়াই নদীর ওপর ভারতের কর্তৃপক্ষ সেতু সংস্কার করছে, না বাঁধ নির্মাণ করছে। সেটা জানার জন্য দুই পক্ষের আলোচনা চলছে। তবে বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।