নীলফামারীর উত্তরা ইপিজেড নারী শ্রমিকের লাশ উদ্ধার
https://www.obolokon24.com/2022/02/death-body-epz.html
নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীতে উত্তরা ইপিজেডের নারী শ্রমিক কবিতা রানী রায়ের (৩২) লাশ উদ্ধার হয়েছে। রবিবার(ফেব্রুয়ারী) দুপুরে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের জয়চন্ডি মাস্টারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। কবিতা জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের সনাতন রায়ের স্ত্রী এবং দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পাকেরহাট ভান্ডারদহ গ্রামের দেবেন রায়ের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমানিল্য চলে আসছিল। এরই জের ধরে শনিবার (১৯ ফেব্রুয়ারী) সকালে বাড়ি থেকে প্রয়োজনীয় কাপড় নিয়ে উত্তরা ইপিজেডের এভারগ্রীণ লিমিটেড কর্মস্থলে আসেন কবিতা। সারাদিন সেখানে কাজ করেছেন। রাতে বাড়ীতে না ফেরায় পরিবারের লোকেরা তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে আজ(রবিবার) সকালে একটি লাশের খবর পেয়ে জয়চন্ডি মাস্টারপাড়া থেকে তাকে সনাক্ত করেন নিহতের ভাই প্রিয় নাথ রায় (২৫)।
নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ বলেন এটি হত্যা না অন্য কিছু তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #