নীলফামারীতে জেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত


নীলফামারী প্রতিনিধি॥
নীলফামারী জেলা আইন শৃংখলা কমিটি ও আইন শৃংখলা বিষয়ক মাসিক সভা আজ রবিবার(১৩ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। এসময় নবাগত জেলা প্রশাসক সভার সদস্যদের সাথে পরিচিত হন এবং তাদের দায়িত্ব পালনকালে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

জেলা আইন শৃংখলা কমিটির সভার শুরুতেই নবাগত জেলা প্রশাসক নীলফামারী জেলার সকলকে করোনা প্রতিরোধে কোভিড-১৯ টিকা গ্রহণ করতে অনুরোধ জানান। এছাড়াও জেলার আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়ন, নারী-নির্যাতন ধর্ষণ প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, জেলার ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য নিয়ন্ত্রন, ওষুধের মূল্য নিয়ন্ত্রন, মাদক দ্রব্যের অপব্যবহার প্রতিরোধ, চোরাচালান প্রতিরোধ, সীমান্ত এলাকায় কড়া নজরদার, সরকারি খাস জমি অবৈধ দখল-উচ্ছেদ, মাদক-জুয়া, চুরি-ডাকাতি, বাল্যবিবাহ, যৌতুক, নারী-নির্যাতন, ইভটিজিং ও তথ্য প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধ বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন ও সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর্জা মুরাদ হাসান বেগ, ৬ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ৬ উপজেলার নির্বাহী কর্মকর্তা, র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২, ৫৬ বিজিবি, জেলা কৃষি সম্পস্রারণ অধিদপ্তর, জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক, জেলা মাদক নিয়ন্ত্রন কর্মকর্তা, জেলা মার্কেটিং অফিসার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফায়ার বিগ্রেড কর্মকর্তা, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি সহ জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। # 


পুরোনো সংবাদ

নীলফামারী 8917871600107072282

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item