জলঢাকায় নির্মান শ্রমিকদের ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় অবকাঠামো নির্মান কাজের মান উন্নয়নে নির্মান শ্রমিকদের (রাজমিস্ত্রী) ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সোমবার (৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলেটেটর শাখাওয়াত হোসেন ও উপ-সহকারী প্রকৌশলী গোলাম ফারুক। এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার গ্রাম থেকে শহর পর্যন্ত সমানতালে অবকাঠামো উন্নয়ন করে চলেছে। আর এই অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নির্মান শ্রমিকগণ। তাই তিনি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে শ্রমিকদের নির্মান কাজ করার আহবান জানান। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে যোগাযোগ ও ভৌত অবকাঠামো বিষয়ক কমিটির বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে  উপজেলা পরিষদ এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে ৩ ব্যাচে ৭৫ জন শ্রমিক অংশগ্রহণ করছে।###

পুরোনো সংবাদ

নীলফামারী 8089855967891401766

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item