পার্বতীপুরের ইউএনও'র বিদায় সংবর্ধনা
এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অন্যত্র বদলী হওয়ায় বদলী জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিদ কায়সার রিয়াদ'কে বিদায় সংবর্ধনা দিয়েছেন উপজেলা পরিষদ ও উপজেলা অফিসার্স ক্লাব, পার্বতীপুর। রবিবার রাতে উপজেলা পরিষদ হলরুমে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মুমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, পার্বতীপুর মডেল থানার ওসি ইমাম জাফর, রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন,সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহছান হাবীব, সহকারী প্রকৌশলী বাসুদেব, কৃষি কর্মকর্তা রাকিবুজ্জামান খান, সমাজসেবা কর্মকর্তা তাপস রায় সহ পার্বতীপুর উপজেলার বিভিন্ন দফতরে কর্মরত কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও নাশিদ কায়সার রিয়াদ।
উল্লেখ্য, নাশিদ কায়সার রিয়াদ ২০২০ সালের ২০ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেয়ে পার্বতীপুরে আসেন। তিনি বিনিয়োগ বোর্ড ঢাকায় বদলী হয়েছেন।