ডোমার নাট্য সমিতির পরিবেশনায় রংপুরে নাটক মঞ্চস্থ
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশান রংপুর বিভাগের সম্মেলন ও নাট্য উৎসব (রংপুর অঞ্চল) উপলক্ষে নীলফামারীর ডোমারের শতবর্ষী সংগঠন নাট্য সমিতির পরিবেশনায় নাটক মঞ্চস্থ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত, বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশানের সহযোগিতায় রোববার (৬ফেব্রæয়ারি) বিকালে রংপুর টাউন হলে রাজ্জাক মুরাদ রচিত নাটক “কিন্তু নাটক নয়” করা হয়েছে। বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশানের সভাপতি মন্ডলীর সদস্য রাজ্জাক মুরাদ, শিল্পকলা একাডেমী রংপুরের সাবেক কালচারাল অফিসার এসএম আব্দুর রহিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার নাট্য সমিতির সাধারণ সম্পাদক ও ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, নাট্যকার নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরী, আরমিন জাহান, মাসুদ বীন সুমন প্রমূখ বক্তব্য রাখেন। আলোক সজ্জায় জয়দেব মোহন্ত, সঙ্গীত পরিচালনায় আলিফ নুর ফেরদৌস,ওমর ফারুক অর্পণ, মেকাপে মোনা সহযোগিতা করেন। উক্ত নাট্য উৎসবে রংপুর অঞ্চলের ২৩টি নাট্য সংগঠন নাটক পরিবেশন কথা রয়েছে। আগামী ১২ ফেব্রæয়ারি পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার ৯টি নাট্য সংগঠন ২য় পর্য়ায়ে বাংলাদেশে নাট্য উৎসবে নাটক পরিবেশন করবে বলে সমম্বয়কারী জানান।
উল্লেখ্য- গত ৫ফেব্রæয়ারি বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশান রংপুর বিভাগের সম্মেলন ও নাট্য উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহা-পরিচালক ও বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। এ সময় (ভারপ্রাপ্ত) সেক্রেটারী জেনারেল চন্দন রেজা, সভাপতি মন্ডলীর সদস্য (খুলনা বিভাগ) নাজিমউদ্দিন জুলিয়াছ, সভাপতি মন্ডীর সদস্য অনন্ত হিরা, সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগের তারিকুজ্জামান তারেক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য রাজ্জাক মুরাদ।