সৈয়দপুরে আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন সচিব


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে একটি আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর নিজবাড়ী আশ্রয়ণ-২ প্রকল্পের সুবিধাভোগীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্রটি গড়ে তোলা  হয়।  বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া নামফলক ও ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি। 



নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মো. আসিফ আহসান, নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, নীলফামারী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজম্ব) মো. আজাহারুল ইসলাম, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম হুসাইন, নীলফামারীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল রহমান, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, নীলফামারীর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. রমিজ আলম, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী, যুব উন্নয়ন অফিসার হাসান আলী, সমবায় অফিসার মো. জাকির হোসেন, পল্লী উন্নয় অফিসার মো. আল -মিজানুর রহমান ও  উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

 পরে প্রধান অতিথি মো. তোফাজ্জল হোসেন মিয়া কামারপুকুর নিজবাড়ী আশ্রয়ণ-২ প্রকল্পের সুবিধাভোগীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২০ কার্যদিবস ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন। এছাড়াও প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শেষে সচিব তোফাজ্জল হোসেন মিয়া কামারপুকুর নিজবাড়ী আশ্রয়ণ-২ প্রকল্প ঘুরে ঘুরে দেখেন এবং সুবিধাভোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংপুর বিভাগীয় প্রশাসনের নির্দেশনায় এবং নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগ ও পরিকল্পনায় সৈয়দপুর উপজেলার কামারপুকুর নিজবাড়ী আশ্রয়ণ-২ প্রকল্পের সুবিধাভোগীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্রে গড়ে তোলা হয়েছে।  

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিনের কামারপুকুর নিজবাড়ী গুচ্ছগ্রাম সংলগ্ন এলাকায়  কামারপুকুর নিজবাড়ী আশ্রয়ণ প্রকল্পের ৩৪টি ঘরে  সেমিপাকা ঘর তৈরি করা হয়।  চলতি বছরের ২৩ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর  শুভ উদ্বোধন করেন।                


পুরোনো সংবাদ

নীলফামারী 3913461116573160529

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item