জলঢাকায় ৩ দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ 

নীলফামারীর জলঢাকা উপজেলায় ৩ দিনব্যাপী  গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধায় উপজেলার কৈমারী স্কুল এণ্ড কলেজ মাঠে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল। পরে ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইদুর রহমান মাস্টারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক অধীর চন্দ্র রায় প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলমগীর হোসেন, জোনাব আলী জনি, মোস্তফা, রাশেদুজ্জামান মুন্না, শাহাজাহান সিরাজ, মনি শংকর রায় সহ আরো অনেকে।এসময় প্রধান অতিথি বলেন, বাঙ্গালীর হারিয়ে যেতে বসা সংস্কৃতি এবং ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এজন্য তিনি যুব সমাজকে  গ্রামবাংলার ঐতিহ্যবাহী উৎসব গুলো বেশি বেশি করে আয়োজন করার আহবান জানান। কৈমারী ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে পিঠা উৎসবে ১৫ টি স্টল অংশগ্রহণ করছে। পিঠা উৎসবের বাহারি পিঠা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে সর্বস্তরের মানুষের উপস্থিতি চোখে পড়ার মত।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 2896048345254334258

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item