সৈয়দপুরে ভর্তুকিতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে কৃষকদের মাঝে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। ২০২১-২০২২ অর্থবছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকিতে ওই কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। সোমবার  (২৯ নভেম্বর)  সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে ওই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের  সংসদ সদস্য রাবেয়া আলীম।

 এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.  মোখছেদুল মোমিন ও ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন।

 সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম।

 এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. সালাহউদ্দিন, উপজেলা সমাজ সেবা অফিসার মো. নুর মোহাম্মদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে তিনজন কৃষকের মাঝে দুইটি ধান-গম পাওয়ার থ্রেসার ও একটি মেইজ শেলার মেশিন বিতরণ করা হয়েছে।                                    


পুরোনো সংবাদ

নীলফামারী 4351980767010819537

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item